Xiaomi Redmi Note 12 4G এর স্পেসিফিকেশন প্রকাশ করেছে Geekbench
Xiaomi Redmi Note 12 4G এর স্পেসিফিকেশন প্রকাশ করেছে Geekbench
শাওমি তাদের Redmi Note 12 সিরিজের নতুন একটি স্মার্টফোন Xiaomi Redmi Note 12 4G লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যে বহুল প্রশংসিত মাধ্যম থেকে ফোনটির অন্যান্য তথ্য সম্পর্কে অনেক গুজব প্রকাশ পেয়েছে। Redmi Note 12 4G শীঘ্রই বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে। তবে এর আনুষ্ঠানিক ঘোষণার আগে, নতুন এই স্মার্টফোনটিকে GeekBench 6 এর তালিকায় দেখা গেছে। এর মাধ্যমে স্মার্টফোন সম্পর্কে কিছু স্পেসিফিকেশন প্রকাশ পেয়েছে।
স্মার্টফোনটি তার মডেল নম্বর 23028RA60L সহ Geekbench-এ প্রকাশ পেয়েছে। Geekbench-এ প্রকাশিত তথ্য অনুযায়ী স্মার্টফোনটিতে থাকবে একটি অক্টা-কোর প্রসেসর। প্রসেসরটিতে রয়েছে ৪টি 1.90GHz এবং ৪টি 2.80GHz ক্লক স্পিড সম্পন্ন মোট ৮টি কোর। চিপসেট টি তে থাকছে Adreno 610 GPU. প্রসেসরটির এসব তথ্য এটাই স্পষ্ট করে যে, স্মার্টফোনটি Snapdragon 680 চিপসেট এর সাথে আসছে। এছাড়াও স্মার্টফোনটি Android 13 অপারেটিং সিস্টেম ও 4GB RAM সহ বাজারে আসবে।
স্পেসিফিকেশন (Specifications):
Geekbench এর তথ্যমতে, Redmi Note 12 4G ফোনটিতে 4GB RAM থাকবে। তবে অনুমান করা যায় যে ফোনটিতে আরোকিছু RAM এর সংস্করণ (4GB এবং 6GB RAM) থাকবে। এছাড়া ফোনটিতে বেশকিছু স্টোরেজ মেমরি এর সংস্করণ থাকবে। ডিভাইসটিতে থাকবে অ্যান্ড্রয়েড এর সর্বশেষ ওএস অ্যান্ড্রয়েড 13 এবং এর কাস্টম ইউআই হিসেবে থাকবে MIUI এর লেটেস্ট সংস্করণ।
Geekbench 5 বেঞ্চমার্ক পরীক্ষায় Redmi Note 12 4G ফোনটির একক-কোর (Single-Core) স্কোর 422 এবং মাল্টি-কোর (Multi-Core) স্কোর 1252 পয়েন্ট।
ফোনটিতে থাকতে পারে 6.67 ইঞ্চি, FHD+ AMOLED ডিসপ্লে প্যানেল। মোবাইলটির দৈর্ঘ্য(লম্বা) ১৬৫.৬৬ মি.মি., প্রস্থ(চওড়া) ৭৫.৯৬ মি.মি. এবং পুরুত্ব(পাতলা) ৭.৮৫ মি.মি. এবং এর ওজন ১৮৩.৫ গ্রাম।
ফোনটির পিছনে থাকছে ৫০ মেগাপিক্সেল এর প্রধান ক্যামেরা সহ ৮ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল এর ত্রিপল ক্যামেরা সেটআপ মডিউল। ফোনটির সামনের দিকে থাকছে ১৩ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা। মোবাইলটি 5,000mAh ব্যাটারি সহ বাজারে আসতে পারে যা 33W দ্রুত চার্জিং সমর্থন করবে বলে আশা করা হচ্ছে।
Xiaomi Redmi Note 12 4G সম্পর্কে আরও জানুন . . .