Newsবাংলা ব্লগ

Xiaomi Poco M6 Plus, Xiaomi Poco সিরিজে যুক্ত হল


Xiaomi Poco M6 Plus স্মার্টফোনটি Android 14, HyperOS, up to 2 major Android upgrades অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত। ফোনটির প্রসেসর হিসেবে থাকবে Qualcomm SM4450 Snapdragon 4 Gen 2 AE (4 nm) যা Octa-core (2×2.3 GHz Cortex-A78 & 6×2.0 GHz Cortex-A55) এর ৫ জি সমৃদ্ধ ফিচার। এছাড়া এটি 6GB/128GB এবং 8GB/128GB মোট 2 টি ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাবে।

168.6 x 76.3 x 8.3 mm (6.64 x 3.00 x 0.33 in) সাইজের মোবাইলটির ওজন হবে 205 g (7.23 oz) গ্রাম। Poco এর এই ফোনটির 6.79 inches, 109.5 cm2 ইঞ্চির বড় ডিসপ্লেটিতে থাকবে 1080 x 2460 pixels (~396 ppi density), LCD, 120Hz, 550 nits এর সাপোর্ট এবং Corning Gorilla Glass এর প্রটেকশন যা হালকা ও মাঝারি ধরনের আঘাত প্রতিরোধ করতে পারবে। এটিতে Side-Mountd Fingerprint সেন্সর ব্যবহার করা হয়েছে।

ফোনটি সম্প্রতি 01 August 2024 তারিখে লঞ্চ হয়েছে। আশা করা যাচ্ছে ফোনটি 05 August 2024 তারিখে বাজারে আসতে পারে। Xiaomi Poco M6 Plus, 3টি কালার যথাক্রমে Black, Purple এবং Silver আসছে এর বাংলাদেশী দাম হতে পারে 16,000 টাকার মত।

ফোনটির পিছনে থাকবে 2 টি ক্যামেরা সেটাপ। যথাক্রমে, প্রথমটি 108 MP, f/1.75, 28mm (wide), 0.7µm, PDAF এবং দ্বিতীয়টি 2 MP (macro)। এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p@30fps ভিডিও রেকর্ডিং করা যাবে। এবং সামনে রয়েছে 13 MP, f/2.2, (wide)0 সিঙ্গেল ক্যামেরা সেটাপ। যা দিয়ে সর্বোচ্চ 1080p@30fps ভিডিও রেকর্ডিং করা যাবে।


Xiaomi Poco M6 Plus ফোনটির ফুল স্পেসিফিকেশন দেখুন এখানে Click Here

High quality Speakers সমৃদ্ধ ফোনটিতে থাকছে 5030 mAh, non-removable এর ব্যাটারী। 33 ওয়াটের চার্জার দিয়ে এটি চার্জ হতে আনুমানিক প্রায় 70 মিনিটের মত সময় লাগবে।

Our Facebook page BD Price.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button