Xiaomi 14 এর অপারেটিং সিস্টেমে বড় পরিবর্তন, থাকবে MiOS
Xiaomi 14 সিরিজ নিয়ে চলছে বিভিন্ন গুঞ্জন। সম্প্রতি পাওয়া ডিজিটাল চ্যাট স্টেশন এর তথ্যমতে Xiaomi এর অপারেটিং সিস্টেমে আসছে বড় ধরনের পরিবর্তন। এই টিপস্টার একটি টুইট এর মাধম্যে Xiaomi এর নতুন অপারেটিং সিস্টেমে MiOS সম্পর্কে জানায়। MiOS শাওমি এর ব্যবহৃত MIUI এর পরিবর্তে আসবে এমনই তথ্য ফাঁস করেছে DCS. সেই সাথে আরো জানা গিয়েছে যে Xiaomi 14 সিরিজ এর হাত ধরেই MiOS প্রথম বাজারে আসবে।
MiOS একটি কানেক্টেড ইকোসিস্টেম-এ আসবে। Xiaomi এটিকে তাদের সকল স্মার্ট ডিভাইসের জন্য একটি অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছে। স্মার্টফোন থেকে শুরু করে শাওমির ট্যাবলেট, হোম এপ্লায়েন্স, গাড়ি এবং অপারেটিং সিস্টেম সমর্থনকারী সকল ডিভাইসে তারা এটি ব্যবহার করার মতো করেই তৈরী করছে।
Xiaomi 14 সিরিজের স্মার্টফোন গুলিতে নতুন এই ওএস এর সাথে চিপসেট হিসেবে থাকবে Qualcomm Snapdragon 8 Gen 3। 14 সিরিজের ফোনগুলিকে আরো অধিক স্মার্ট দেখানোর লক্ষ্যে শাওমি তাদের এই নতুন সিরিজে ১ মিলিমিটার এর কম বেজেল রাখার চেস্টা চালিয়ে যাচ্ছে। এত কম বেজেলের সাথে ফোনের ডিসপ্লে হবে অধিক প্রিমিয়াম এবং সেই সাথে নতুন MiOS এর ইন্টারফেস, ব্যবহারকারীকে নতুন এক শাওমি ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতা দিবে। শাওমি তাদের ১৪ সিরিজে নতুন একটি রং ভেরিয়েন্ট নিয়ে কাজ করছে, যেটি পিংক কালার শেডে আসবে। ক্যামেরা মডিউল এ থাকবে না তেমন কোনো পরিবর্তন পূর্বের মডেল থেকে। তবে ক্যামেরার মেগাপিক্সেল এ আসবে পরিবর্তন। Snapdragon এর 8 Gen 3 চিপসেট এর সাথে ডিভাইস টির ওভার-অল পারফর্মেন্স অন্য সকল স্মার্টফোন থেকে সবার উপরে থাকবে, এমনটাই দাবি করছে টিপস্টার-রা।
আরো পড়ুন:
DCS এর দেওয়া তথ্য মতে নতুন এই ওএস স্মার্টফোন এ সংযুক্ত হবে, তবে এটি শুধুমাত্র চীন দেশের ভিতরেই থাকবে। অর্থাৎ MiOS আপাতত চায়না ভেরিয়েন্ট এর ডিভাইস গুলোতে থাকবে। গ্লোবাল ভেরিয়েন্ট গুলোতে নতুন এই ওএস হয়তো ভবিষ্যৎ এ ব্যবহার করা হবে, তবে তা এখনো নিশ্চিত ভাবে জানা যায় নি।