Xiaomi 13 Lite বিশ্বব্যাপী ঘোষণা করা হয়েছে
Xiaomi 13 Lite স্মার্টফোনটি Snapdragon 7 Gen 1 এর সাথে বিশ্বব্যাপী ঘোষণা করা হয়েছে
শাওমি ২০২২ এর শেষের দিকে ডিসেম্বর মাসে প্রথম Xiaomi 13 সিরিজ বাজারে নিয়ে আসে। তারা তাদের Xiaomi 13 সিরিজে ডিসেম্বর মাসে Xiaomi 13 এবং Xiaomi 13 Pro নিয়ে এসেছিলো। স্মার্টফোন গুলো বাজারে বেশ প্রশংসিত হয়েছিল। তবে শাওমি আজ Xiaomi 13 সিরিজের নতুন একটি স্মার্টফোন Xiaomi 13 Lite বিশ্বব্যাপী ঘোষণা করেছে।
স্পেসিফিকেশন (Specifications):
মোবাইলটির দৈর্ঘ্য(লম্বা) ১৫৯.২ মি.মি., প্রস্থ(চওড়া) ৭২.৭ মি.মি. এবং পুরুত্ব(পাতলা) ৭.২ মি.মি. এবং এর ওজন ১৭১ গ্রাম। স্মার্টফোনটি কালো, নীল এবং গোলাপি রঙের কম্বিনেশন এর সাথে বাজারে এসেছে। Xiaomi 13 Lite 5G ফোনটির সামনের দিকে রয়েছে গ্লাস এর তৈরি, পিছনের দিকে রয়েছে গ্লাস এর তৈরি এবং এর বডি-ফ্রেম রয়েছে প্লাস্টিক এর তৈরি।
Colors
Xiaomi 13 Lite 5G এ রয়েছে ৬.৫৫ ইঞ্চি, 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন এর AMOLED ডিসপ্লে। স্মার্টফোনটির পিছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা, এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। প্রধান ক্যামেরাটিতে রয়েছে f/1.8 মাত্রার অ্যাপারচার, 10x ডিজিটাল জুম, সর্বোচ্চ 8150 x 6150 পিক্সেলের ছবি ও 4K@30fps পিক্সেলের ভিডিও ধারন করার ক্ষমতা। ফোনটির সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ডেপ্ত ক্যামেরা। এতে রয়েছে f/2.4 মাত্রার অ্যাপারচার, সর্বোচ্চ 6500 x 4920 পিক্সেলের ছবি ও 1080 x 1920 পিক্সেলের ভিডিও ধারন করার ক্ষমতা।
স্মার্টফোনটি 8GB র্যামের সাথে আসে এবং এটি 128GB এবং 256GB স্টোরেজ এর সাথে আসে। ফোনটিতে থাকছেনা মাইক্রোএসডি কার্ড যোগ করার অপশন। স্মার্টফোনটি Qualcomm SM7450-AB Snapdragon 7 Gen 1 প্রসেসর দ্বারা চালিত। এটি এমন একটি চিপসেট যা 4 nm ফেব্রিকেশন এর উপর নির্মিত। এতে রয়েছে সর্বমোট আটটি Cortex-A710 ও Cortex-A510 কোর, যার 1টি 2.4 GHz পারফরম্যান্স কোর, 3টি 2.36 GHz পারফরম্যান্স কোর ও অন্য 4টি 1.8 GHz দক্ষতা কোর। প্রসেসরটিতে Adreno 644 GPU রয়েছে। অপারেটিং সিস্টেম (OS) হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ এবং ফোনটিতে কাস্টম ইউআই হিসেবে রয়েছে MIUI 14।
ডিভাইসটিতে একটি নন-রিমুভেবল Li-Polymer 4500 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে পাওয়ার স্টোরেজ হিসেবে। স্মার্টফোনটিতে থাকতে পারে একটি 67W দ্রুত চার্জিং সিস্টেম। যার মাধ্যমে মোবাইল ফোনটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় ৪০ মিনিট সময় নেবে।
স্মার্টফোনটি 2G, 3G, 4G এবং 5G নেটওয়ার্ক সুবিধা সমর্থন করে। ডিভাইসটির সিকিউরিটিতে থাকছে ফেস রিকগনাইজেশন সিস্টেম এবং এর ডিসপ্লেতেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অন্যান্য ওয়্যারলেস কানেক্টিভিটি বিকল্পগুলির মধ্যে রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n/ac/6 এবং Bluetooth 5.2 কানেকশন। ফোনটিতে থাকছে IP53 রেটিং, যা স্মার্টফোনটিকে ধুলাবালি ও পানির ছিটা থেকে বাচাবে।
মূল্য:
শাওমি 13 Lite 5G স্মার্টফোনটিকে বিশ্ববাজারে নিয়ে এসেছে। স্মার্টফোনটির এর 8GB+128GB মডেলটির মূল্য $449 USD (৫০,০০০ টাকা) এবং 8GB+256GB মডেলটির মূল্য $499 USD (৫৫,০০০ টাকা) নির্ধারণ করেছে Xiaomi। কোম্পানিটি স্মার্টফোনটির বিক্রি মার্চ মাসের ৮ তারিখে থেকে শুরু করতে চলেছে বহুল প্রশংসিত ই-কমার্স সাইট আলি-এক্সপ্রেস (Aliexpress) এর মাধ্যমে।
Xiaomi 13 L ite 5G সম্পর্কে আরও জানুন . . .