Walton ZENX 1 এর স্পেসিফিকেশন প্রকাশ করেছে Geekbench
Walton ZENX 1 specifications revealed by Geekbench 6
Walton ZENX 1 এর স্পেসিফিকেশন প্রকাশ করেছে Geekbench
ওয়াল্টন মোবাইল তাদের নতুন সিরিজ ZENX চালু করতে চলেছে আরও একটি নতুন স্মার্টফোন Walton ZENX 1 লঞ্চ করার মাধ্যমে। ইতিমধ্যেই ওয়াল্টন তাদের Walton Mobile নামের ফেইসবুক পেজ এ কয়েকটি পোস্টের মাধ্যমে তাদের নতুন সিরিজের নাম এবং নতুন ফোনটির বেশ কিছু তথ্য প্রকাশ করেছে। Walton ZENX 1 স্মার্টফোনটি শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ হতে চলেছে। তবে এর অফিশিয়াল লঞ্চের আগেই, নতুন এই স্মার্টফোনটিকে GeekBench 6 এর তালিকায় দেখা গেছে। এর মাধ্যমে স্মার্টফোন সম্পর্কে কিছু স্পেসিফিকেশন প্রকাশ পেয়েছে।
স্মার্টফোনটি তার মডেল নম্বর WALTON ZENX 1 সহ Geekbench-এ প্রকাশ পেয়েছে। প্রকাশিত তথ্য অনুসারে ফোনটিতে থাকছে ums9230_6h10 মডেলের মাদারবোর্ড। Geekbench-এ প্রকাশিত তথ্য অনুযায়ী স্মার্টফোনটিতে থাকবে একটি অক্টা-কোর প্রসেসর। প্রসেসরটিতে রয়েছে 1.61 GHz ক্লক স্পিড সম্পন্ন মোট ৮টি কোর। এছাড়াও স্মার্টফোনটি Android 14 অপারেটিং সিস্টেম ও 4GB RAM সহ বাজারে আসবে।
ওয়াল্টন তাদের Walton Mobile নামের ফেইসবুক পেজ এর পোস্টের মাধ্যমে দেখা যাচ্ছে, স্মার্টফোনটির পিছনের দিকে রয়েছে বৃত্তাকার ক্যামেরা মডিউল। বৃত্তাকার ক্যামেরা মডিউলটির মধ্যে উপরের দিকে রয়েছে এলইডি ফ্লাশ লাইট এবং নিচের দিকে দুইপাশে দুইটি ক্যামেরা, এলইডি ফ্লাশ লাইট এবং দুইপাশের দুইটি ক্যামেরা অনেকটা ত্রিভুজাকৃতি তৈরি করেছে। স্মার্টফোনটি স্টারলাইট ব্লু সহ আরো কিছু রঙের সাথে আসছে।
সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখার জন্য এখানে ক্লিক করুন