Vivo Y55s 5G লঞ্চ হয়েছে তাইওয়ানে
অন্য রূপে তাইওয়ানে Vivo Y55s 5G লঞ্চ হয়েছে Dimensity 700, 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি এর সাথে
২০২৩ এর জানুয়ারী মাসে তাইওয়ানে অফিসিয়ালি লঞ্চ হয়েছে Vivo Y55s 5G। ২০২১ সালের ডিসেম্বর মাসে এই একই নামে একটি স্মার্টফোন (Vivo Y55s 5G) লঞ্চ হয়েছিল। তবে তাইওয়ানে লঞ্চ হওয়া Y55s 5G এর থেকে অনেক ক্ষেত্রে পূর্বের Y55s 5G ভিন্ন রকম। একই নামের দুটি স্মার্টফোনের বৈশিষ্ট্য ভিন্ন হলেও Vivo Y55 5G এর সাথে রয়েছে অনেক মিল। Y55 5G ও Y55s 5G স্মার্টফোন দুটিকে একে অন্যের প্রতিরুপ বলা চলে।
স্পেসিফিকেশন (Specifications):
এটিতে রয়েছে 6.58 ইঞ্চি, FHD+ রেজোলিউশন, IPS LCD টাইপ ডিসপ্লে। Y55s 5G এর দৈর্ঘ্য(লম্বা) ১৬৪ মি.মি., প্রস্থ(চওড়া) ৭৫.৮৪ মি.মি. এবং পুরুত্ব(পাতলা) ৮.২৫ মি.মি. এবং এর ওজন ১৮৭ গ্রাম। ফোনটি কালো & নীল মোট ২টা রঙের সাথে বাজারে এসেছে।
ফোনটি 4GB/6GB র্যামের সাথে আসে এবং এটি 128GB (UFS 2.1) স্টোরেজ এর সাথে আসে। ফোনটিতে কোনও মাইক্রোএসডি কার্ড সম্প্রসারণ উপলব্ধ আছে। স্মার্টফোনটি MediaTek MT6833 Dimensity 700 5G প্রসেসর দ্বারা চালিত। এটি এমন একটি চিপসেট যা 7 nm ফেব্রিকেশন এর উপর নির্মিত। এতে রয়েছে সর্বমোট আটটি Cortex-A76 ও Cortex-A55 কোর, যার 2টি 2.2 GHz পারফরম্যান্স কোর ও অন্য 6 টি 2.0 GHz দক্ষতা কোর। প্রসেসরটিতে Mali-G57 MC2 GPU রয়েছে। অপারেটিং সিস্টেম (OS) হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 11, এবং কাস্টম ইউআই (UI) হিসেবে থাকছে Funtouch 12।
ফোনটিতে সর্বমোট তিনটি ক্যামেরা রয়েছে। পিছনে একটি 50MP এর প্রধান ক্যামেরা ও বাকি দুইটি 2MP এর ক্যামেরা রয়েছে, যা অটোফোকাস এবং একটি LED ফ্ল্যাশ সমর্থন করে। সেলফি ক্যামেরা হিসাবে সামনে একটি 8 MP এর সেন্সর রয়েছে। ক্যামেরাটি নাইট মোড এবং পোর্ট্রেট মোড সমর্থন করে।
মোবাইলটিতে একটি নন-রিমুভেবল Li-Polymer 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটিতে থাকছে 18W দ্রুত চার্জিং সিস্টেম। যার মাধ্যমে ফোনটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় 2 ঘণ্টা সময় নেবে৷
Y55s 5G স্মার্টফোনটি 2G, 3G, 4G এবং 5G নেটওয়ার্ক সুবিধা সমর্থন করে। ডিভাইসটির সিকিউরিটিতে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস রিকগনাইজেশন সিস্টেম। অন্যান্য ওয়্যারলেস কানেক্টিভিটি বিকল্পগুলির মধ্যে রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n/ac এবং Bluetooth 5.1 কানেকশন। ফোনটির 3.5 মিমি জ্যাকে তারযুক্ত হেডফোনগুলিও কানেক্ট করতে পারেন।
দাম (Price):
তাইওয়ানে, Vivo Y55s 5G এর 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম NTD 7,990 (প্রায় ২৮,০০০ টাকা) এবং 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম NTD 8,490 (প্রায় ৩০,০০০ টাকা)।
Vivo Y55s 5G সম্পর্কে আরও জানুন . . .