আকর্ষণীয় মূল্যে Vivo Y17s বাংলাদেশে লঞ্চ হয়েছে, চলছে প্রি-বুকিং
ভিভো বাংলাদেশ এর অফিসিয়াল স্টোরে যোগ হয়েছে সম্প্রতি লঞ্চ হওয়া Vivo Y17s. ফোন টি আজ (৪ অক্টোবর) ভিভোর অফিসিয়াল স্টোরে প্রি-বিকিং এর জন্য ঘোষণা করেছে। Vivo Y17s এর দাম নির্ধারণ করা হয়েছে ১৫,৯৯৯ টাকা। যা ৬জিবি+১২৮জিবি ভেরিয়েন্টে পাওয়া যাবে। সেই সাথে ডিভাইসতিতে ৬ জিভি র্যাম বর্ধিত করার সুবিধা রয়েছে। ফোনটিতে অন্যন্ন যে সকল সুবিধা ও ফিচার থাকছে…
১৪ সেপ্টেম্বর লঞ্চ হওয়া ভিভোর এই ফোনটি খুব দ্রুতই বাংলাদেশের বাজারে হাজির হয়েছে। ফোনটিতে ৬.৫৬ ইঞ্চির একটি আই পি এস ডিসপ্লে প্যানেল থাকছে। বেজেল ও চিন এরিয়া খুব কম রাখা হয়েছে ডিভাইস টি তে। সেই সাথে এটিতে ব্যবহার করা হয়েছে একটি টাইপ ভি নচ। খুব সুন্দর ২ টি কালার ভেরিয়েন্ট এ ডিভাইস টি পাওয়া যাবে। কালার ২ টি হলো গ্লিটার পারপেল ও ফরেস্ট গ্রীন (Glitter Purple & Forest Green)। স্মার্টফোনটি ৮ মিলিমিটার পুরুত্বের এবং এটির ওজন ১৮৬ গ্রাম রাখা হয়েছে। ডিসপ্লে কোয়ালিটি খুব বেশি ভালো মানের নয়, তবে বাজেট বিবেচনায় এটি মানানসই।
এন্ড্রয়েড ১৩ এর সাথে ডিভাইসটি মিডিয়াটেক এর Helio G85 প্রসেসর এর সাথে লঞ্চ হয়েছে। ১২ নেনোমিটার ফেব্রিকেশন এর এই চিপসেট টি এই বাজেটের সেরা প্রসেসর। অক্টা-কোর প্রসেসর টি সর্বোচ্চ ২ গেগা হার্জ স্পিড তুলতে পারে। গেমিং এর ক্ষেত্রে লো-গ্রাফিক্স এ PUBG, Free Fire অনায়াসে খেলা যাবে। তবে কিছুটা হিটিং ইস্যু লক্ষ্য করতে পারেন গেমিং এর সময়। অন্যথায় সারাদিনের ব্যবহারে অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। কেননা ডিভাইসটি তে থাকছে ৫০০০ এম এ এইচ এর একটি পাওয়ারফুল ব্যাটারি।
আরো পড়ুন:
ফোনটির রেয়ারে থাকছে ৫০ মেগাপিক্সেল এর একটি ওয়াইড এঙ্গেল লেন্স, সেই সাথে ২ মেগাপিক্সেল এর একটি ডেপ্ত সেন্সর। ফটোগ্রাফিতে থাকছে অনেক অনেক ফিচারস, সেই সাথে ৫০ মেগাপিক্সেল এর মেইন সেন্সর আসধারন সব ফটো আউটপুট দিবে। ৮ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা থাকছে ডিভাইসটিতে। সাইড মাউনটেড ফিঙ্গারপ্রিন্ট এর সাথে ফোনটিতে আরো থাকছে ফেস আনলক অপশন।
সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখার জন্য এখানে ক্লিক করুন