বাংলা ব্লগ

Vivo V40, full specification, bangladesh price and first review

Vivo V40 নামে Vivo তাদের জনপ্রিয় একটি ফোন সম্প্রতি 17 June 2024 তারিখে লঞ্চ করেছে। নজরকাড়া ডিজাইন এবং নিত্যনতুন দরকারী ফিচার নিয়ে ফোনটি বাজারে বেশ আলোড়ন সৃস্টি করবে বলে ধারনা করা যাচ্ছে। আশা করা যাচ্ছে ফোনটি 03 July 2024 তারিখে বিশ্ববাজারে গ্রাহকদের উদ্দেশ্যে আসতে পারে। তবে বাংলাদেশে কবে আসবে তা এখনো পুরোপুরিভাবে জানা যায়নি। বাংলাদেশের বাজারে অফিশিয়ালি বা আনঅফিশিয়ালি আসা মাত্রই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।

চলুন তাহলে একনজরে Vivo V40 ফিচারগুলো জেনে নিই…

এন্ড্রয়েড Android 14, Funtouch 14 অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত ফোনটির প্রসেসর হিসেবে থাকবে Qualcomm SM7550-AB Snapdragon 7 Gen 3 (4 nm) এবং Octa-core (1×2.63 GHz Cortex-A715 & 3×2.4 GHz Cortex-A715 & 4×1.8 GHz Cortex-A510) এর 5G সমৃদ্ধ ফিচার। এছাড়া এটি 8GB/128GB, 8GB/256GB, 12GB/256GB & 12GB/512GB মোট 4 টি ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাবে।

164.2 x 75 x 7.6 mm (6.46 x 2.95 x 0.30 in) পরিমাপের মোবাইলটির ওজন হবে 190 গ্রাম। 6.78 inches, 111.0 cm2 ইঞ্চির বড় ডিসপ্লেতে থাকবে 1260 x 2800 pixels, 20:9 ratio (~453 ppi density) AMOLED, HDR10+, 120Hz, 4500 nits (peak) এবং Corning Gorilla Glass এর প্রটেকশন যা হালকা ও মাঝারি ধরনের আঘাত প্রতিরোধ করতে পারবে। এছাড়া এটি IP68/IP69 dust/water resistant (up to 1.5m for 30 min)। এটিতে Under Display, Optical Fingerprint ব্যবহার করা হয়েছে।

Vivo V40 ফোনটির ফুল স্পেসিফিকেশন Click Here

ফোনটির পিছনে থাকবে 2 টি ক্যামেরা সেটাপ। যথাক্রমে, 50 MP, f/1.9, 24mm (wide), 1/1.56″, 1.0µm, PDAF, OIS, 50 MP, f/2.0, 15mm, 119˚ (ultrawide), 1/2.76″, 0.64µm, AF এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K@30fps, 1080p@30fps, gyro-EIS, OIS ভিডিও রেকর্ডিং করা যাবে এবং সামনে 50 MP, f/2.0, 21mm (wide), 1/2.76″, 0.64µm, AF সিঙ্গেল ক্যামেরা সেটাপ যা দিয়ে সর্বোচ্চ 4K@30fps, 1080p@30fps ভিডিও রেকর্ডিং করা যাবে। এছাড়া কমন ফিচার হিসেবে থাকবে Dual-LED flash, AR3.5, Exposure compensation, ISO control, Continuous Shooting, High Dynamic Range mode (HDR), Digital Zoom, Auto Flash, Face detection, Touch to focus, Phase Detection autofocus, Panorama

Dual Speakers সমৃদ্ধ ফোনটিতে থাকছে 5500 mAh, non-removable এর ব্যাটারী। 80 ওয়াটের চার্জার দিয়ে এটি চার্জ হতে আনুমানিক প্রায় 30 মিনিটের মত সময় লাগবে।

Vivo V40 মোট 5টি কালার যথাক্রমে Stellar Silver (Titanium Grey), Nebula Purple (Lotus Purple), Ganges Blue, Moonlight White এবং Sunglow Peach এর বাংলাদেশী আনুমানিক দাম হতে পারে 85 হাজার টাকার মত। এছাড়া কমন ফিচার হিসেবে থাকবে Wi-Fi, Bluetooth, NFC, USB Type-C 2.0, USB On-The-Go, FM Radio, GPS Sensor, Proximity Sensor, Accelerometer, Compass / Magnetometer, Gyroscope Sensor, Light Sensor।

Thank you so much for being with the BDPrice.com.bd family.

Our Facebook page BD Price.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button