VIVO T3 Pro is Available Globally
VIVO T3 Pro নামে VIVO তাদের জনপ্রিয় একটি ফোন সম্প্রতি 27 August 2024 তারিখে লঞ্চ করেছে। নজরকাড়া ডিজাইন এবং নিত্যনতুন দরকারী ফিচার নিয়ে ফোনটি বাজারে বেশ আলোড়ন সৃস্টি করবে বলে ধারনা করা যাচ্ছে। আশা করা যাচ্ছে ফোনটি 03 September 2024 তারিখে বিশ্ববাজারে গ্রাহকদের উদ্দেশ্যে আসতে পারে। তবে বাংলাদেশে কবে আসবে তা এখনো পুরোপুরিভাবে জানা যায়নি। বাংলাদেশের বাজারে অফিশিয়ালি বা আনঅফিশিয়ালি আসা মাত্রই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।
চলুন তাহলে একনজরে vivo T3 Pro ফিচারগুলো জেনে নিই…
এন্ড্রয়েড Android 14, up to 2 major Android upgrades, Funtouch 14 অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত ফোনটির প্রসেসর হিসেবে থাকবে Qualcomm SM7550-AB Snapdragon 7 Gen 3 (4 nm) এর Octa-core (1×2.63 GHz Cortex-A715 & 3×2.4 GHz Cortex-A715 & 4×1.8 GHz Cortex-A510) সমৃদ্ধ ফিচার। এছাড়া এটি 8GB/128GB & 8GB/256GB মোট 2 টি ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাবে।
163.7 x 75 x 7.5 or 8.0 mm পরিমাপের মোবাইলটির ওজন হবে 184 g or 190 g (6.49 oz) গ্রাম। 6.77 inches, 110.9 cm2 ইঞ্চির বড় ডিসপ্লেতে থাকবে 1080 x 2392 pixels, 20:9 ratio (~388 ppi density) AMOLED, 1B colors, 120Hz, 4500 nits (peak) এবং Schott Xensation এর প্রটেকশন যা হালকা ও মাঝারি ধরনের আঘাত প্রতিরোধ করতে পারবে। এছাড়া এটি IP64, dust and water resistant। এটিতে Under Display, Optical Fingerprint ব্যবহার করা হয়েছে।
VIVO T3 Pro ফোনটির ফুল স্পেসিফিকেশন Click Here
ফোনটির পিছনে থাকবে 2 টি ক্যামেরা সেটাপ। যথাক্রমে,
- 50 MP, f/1.8, (wide), 1/1.95″, 0.8µm, PDAF, OIS
- 8 MP, f/2.2, 120˚ (ultrawide)
এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K@30/60fps, 1080p, gyro-EIS, OIS ভিডিও রেকর্ডিং করা যাবে এবং সামনে 16 MP, f/2.5, (wide), 1/3.0″, 1.0µm সিঙ্গেল ক্যামেরা সেটাপ যা দিয়ে সর্বোচ্চ 1080p@30fps ভিডিও রেকর্ডিং করা যাবে। এছাড়া কমন ফিচার হিসেবে থাকবে Dual-LED flash, AR3.5, Exposure compensation, ISO control, Continuous Shooting, High Dynamic Range mode (HDR), Digital Zoom, Auto Flash, Face detection, Touch to focus, Phase Detection autofocus, Panorama
Stereo Speakers সমৃদ্ধ ফোনটিতে থাকছে 5500 mAh, non-removable এর ব্যাটারী। 80 ওয়াটের চার্জার দিয়ে এটি চার্জ হতে আনুমানিক প্রায় 45 মিনিটের মত সময় লাগবে।
Google Pixel 9 Pro মোট 2টি কালার যথাক্রমে Sandstone Orange এবং Emerald Green এর বাংলাদেশী আনুমানিক দাম হতে পারে 30,000 টাকার মত। এছাড়া কমন ফিচার হিসেবে থাকবে Wi-Fi, Bluetooth, NFC, USB Type-C 2.0, USB On-The-Go, FM Radio, GPS Sensor, Proximity Sensor, Accelerometer, Compass / Magnetometer, Gyroscope Sensor, Light Sensor।
Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.
Dead written written content, thanks for entropy. “The bravest thing you can do when you are not brave is to profess courage and act accordingly.” by Corra Harris.