Terms & Conditions
Terms & Conditions (আমাদের শর্তাবলী)
স্বাগতম bdprice.com.bd এ
আমরা চাই আপনার অনলাইন শপিং অভিজ্ঞতা হোক ঝামেলাহীন, আনন্দময় এবং নিরাপদ। তাই কয়েকটি সাধারণ নিয়ম ও শর্ত আমরা রেখেছি, যেগুলো মেনে চললে আপনি ও আমরা দু’জনই নিশ্চিন্ত থাকতে পারব। 😊
🛍️ অর্ডার এবং ডেলিভারি
- আমাদের ওয়েবসাইটে অর্ডার করার সময় আপনার সঠিক নাম, ঠিকানা ও ফোন নম্বর দিন।
- সঠিক তথ্য দিলে আপনার পণ্য সময়মতো পৌঁছাতে সুবিধা হবে।
- আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। ডেলিভারি সময় সাধারণত ২-৭ কার্যদিবসের মধ্যে হয়ে থাকে।
💳 পেমেন্ট
- ক্যাশ অন ডেলিভারি (COD) – আপনি পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন।
- অনলাইন পেমেন্ট (যদি ব্যবহার করেন) সর্বাধুনিক সিকিউরিটি সিস্টেম দিয়ে সুরক্ষিত।
🔄 রিটার্ন ও এক্সচেঞ্জ
- পণ্য হাতে পেয়ে যদি সেটি আপনার পছন্দ না হয় বা সাইজ/ডিজাইন ভিন্ন হয়, তবে ডেলিভারিম্যানের সামনে অথবা নির্দিষ্ট সময়ের মধ্যে (সাধারণত ৩-৫ দিন) রিটার্ন/এক্সচেঞ্জ করতে পারবেন।
- রিটার্নের সময় অবশ্যই পণ্যটি ব্যবহার না করা, ট্যাগ অক্ষত এবং প্যাকেজিং ঠিকঠাক থাকতে হবে।
- কিছু পণ্য (যেমন: অন্তর্বাস বা বিশেষ অফার প্রোডাক্ট) রিটার্নযোগ্য নয়।
📦 ডেলিভারি চার্জ
- প্রতিটি অর্ডারের জন্য নির্দিষ্ট ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে।
- পণ্য রিটার্ন করলে কেবলমাত্র ডেলিভারি চার্জ ১২০ টাকা দিতে হবে হবে।
🛡️ পণ্যের মান
- আমরা শুধুমাত্র যাচাই করা, মানসম্মত এবং আসল পণ্য সরবরাহ করি।
- যদি ভুলবশত ক্ষতিগ্রস্ত বা ভুল পণ্য পৌঁছায়, আমরা দ্রুত তা সমাধান করব।
📢 অফার ও প্রোমোশন
- বিশেষ অফার ও ডিসকাউন্ট শুধুমাত্র নির্দিষ্ট সময়ের জন্য প্রযোজ্য।
- একটি অফার অন্য অফারের সাথে একত্রে ব্যবহার করা যাবে না (যদি আলাদাভাবে উল্লেখ না থাকে)।
🤝 আপনার দায়িত্ব
- অর্ডার করার আগে পণ্যের বিবরণ, সাইজ চার্ট ও দাম ভালোভাবে দেখে নিন।
- আপনার অ্যাকাউন্ট বা তথ্য অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না।
📞 আমাদের সাথে যোগাযোগ
কোনো প্রশ্ন, অভিযোগ বা সাহায্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:
📞 Phone: 01914633744
💬 What’s App: 01914633744
💬 Facebook: https://www.facebook.com/bdprice.com.bd
📧 E-Mail: bdprice.com.bd@gmail.com
🙌 শেষ কথা
আমরা চাই bdprice.com.bd এ আপনার প্রতিটি কেনাকাটা হোক ঝামেলামুক্ত, আনন্দময় এবং বিশ্বাসযোগ্য। তাই আমাদের এই শর্তগুলো রাখা হয়েছে আপনার স্বার্থ ও সুবিধার জন্য।
আপনি খুশি থাকলেই আমাদের সাফল্য! ❤️
