Tecno Pop 7 Pro ফোনটি Helio A22 প্রসেসর সহ লঞ্চ হয়েছে
Tecno Pop 7 Pro 5000mAh ব্যাটারি ও Helio A22 প্রসেসর সহ লঞ্চ হয়েছে
এই বছরের শুরুতেই টেকনো তাদের এই বছরের প্রথম ফোন লঞ্চ করেছে। ২৮শে জানুয়ারী ২০২৩ এ টেকনো তাদের Pop সিরিজের নতুন এই Tecno Pop 7 Pro স্মার্টফোনটি বাজারে নিয়ে এসেছে। স্মার্টফোনটি গত বছরে লঞ্চ হওয়া Tecno Pop 6 Pro এর উত্তরসূরি হলেও এর সাথে খুব বেশি মিল নাই ফোনটির সাথে। তবে নতুন এই Tecno Pop 7 Pro মোবাইলটির সঙ্গে অনেকাংশে Tecno Spark Go 2023 মোবাইলটির এর মিল রয়েছে। যাইহোক চলুন নতুন এই স্মার্টফোনটি সম্পর্কে জানি…
স্পেসিফিকেশন (Specifications):
মোবাইলটির দৈর্ঘ্য(লম্বা) ১৬৩.৯ মি.মি., প্রস্থ(চওড়া) ৭৫.৫ মি.মি. এবং পুরুত্ব(পাতলা) ৮.৯ মি.মি.। স্মার্টফোনটি টার্কিশ সায়ান এবং আটলান্টিক নীল মোট ২টা রঙের সাথে বাজারে এসেছে। Tecno Pop 7 Pro ফোনটির এর বডি-ফ্রেম রয়েছে প্লাস্টিক এর তৈরি এবং সামনের দিকে রয়েছে গ্লাস এর তৈরি।
Pop 7 Pro এ রয়েছে ৬.৫৬ ইঞ্চি, 720×1612 পিক্সেল রেজোলিউশন এর IPS LCD ডিসপ্লে। স্মার্টফোনটির পিছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ও QVGA সেকেন্ডারি ক্যামেরা। প্রধান ক্যামেরাটিতে রয়েছে f/1.9 মাত্রার অ্যাপারচার, সর্বোচ্চ 4128 x 3096 পিক্সেলের ছবি ও 1080 x 1920 পিক্সেলের ভিডিও ধারন করার ক্ষমতা। ফোনটির সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। এতে রয়েছে f/2.2 মাত্রার অ্যাপারচার, সর্বোচ্চ 2592 x 1944 পিক্সেলের ছবি ও 720 x 1280 পিক্সেলের ভিডিও ধারন করার ক্ষমতা।
মোবাইল ফোনটি 3GB ও 4GB র্যামের সাথে আসে এবং এটি 64GB স্টোরেজ এর সাথে আসে। ফোনটিতে মাইক্রোএসডি কার্ড যোগ করার অপশন রয়েছে। স্মার্টফোনটি Mediatek MT6761 Helio A22 প্রসেসর দ্বারা চালিত। এটি এমন একটি চিপসেট যা 12 nm ফেব্রিকেশন এর উপর নির্মিত। এতে রয়েছে সর্বমোট চারটি ARM Cortex-A53 কোর, এর 4টি কোরই 2.0 GHz কোর। প্রসেসরটিতে PowerVR GE8320 GPU রয়েছে। অপারেটিং সিস্টেম (OS) হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ এবং ফোনটিতে কাস্টম ইউআই হিসেবে রয়েছে HIOS 12।
ডিভাইসটিতে একটি নন-রিমুভেবল Li-Polymer 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে পাওয়ার স্টোরেজ হিসেবে। স্মার্টফোনটিতে থাকতে পারে একটি 10W রেগুলার চার্জিং সিস্টেম। যার মাধ্যমে মোবাইল ফোনটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় 2:30 ঘণ্টা সময় নেবে।
Pop 7 Pro স্মার্টফোনটি 2G, 3G এবং 4G নেটওয়ার্ক সুবিধা সমর্থন করে। ডিভাইসটির সিকিউরিটিতে থাকছে ফেস রিকগনাইজেশন সিস্টেম এবং এর পিছনের দিকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অন্যান্য ওয়্যারলেস কানেক্টিভিটি বিকল্পগুলির মধ্যে রয়েছে Wi-Fi 802.11 b/g/n এবং Bluetooth 5.0 কানেকশন। ফোনটির 3.5 মিমি জ্যাকে তারযুক্ত হেডফোন কানেক্ট করতে পারবেন।
মূল্য:
POP 7 Pro স্মার্টফোনটির নাইজেরিয়াতে বেস মডেলের বা, 3GB/64GB মডেলটির মূল্য প্রায় N64,000 বা, 130 EUR বা, ১৫,০০০ টাকা নির্ধারণ করতে পারে টেকনো।
Tecno Pop 7 Pro সম্পর্কে আরও জানুন . . .