Tecno Camon 30S Pro, New smartphone full specification, bangladesh price and first review
Tecno Camon 30S Pro নামে Tecno তাদের জনপ্রিয় একটি ফোন সম্প্রতি 30 July 2024 তারিখে লঞ্চ করেছে। নজরকাড়া ডিজাইন এবং নিত্যনতুন দরকারী ফিচার নিয়ে ফোনটি বাজারে বেশ আলোড়ন সৃস্টি করবে বলে ধারনা করা যাচ্ছে। আশা করা যাচ্ছে ফোনটি August 2024 তারিখে বিশ্ববাজারে গ্রাহকদের উদ্দেশ্যে আসতে পারে। তবে বাংলাদেশে কবে আসবে তা এখনো পুরোপুরিভাবে জানা যায়নি। বাংলাদেশের বাজারে অফিশিয়ালি বা আনঅফিশিয়ালি আসা মাত্রই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।
চলুন তাহলে একনজরে Tecno Camon 30S Pro ফিচারগুলো জেনে নিই…
এন্ড্রয়েড Android 14, HIOS 14 অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত ফোনটির প্রসেসর হিসেবে থাকবে Mediatek Helio G100 (6 nm) এবং Octa-coreএর 4G সমৃদ্ধ ফিচার। এছাড়া এটি 8GB/256GB, 1 টি ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাবে।
164.6 x 74.6 x 7.8 mm (6.48 x 2.94 x 0.31 in) পরিমাপের মোবাইলটির ওজন হবে 189 g গ্রাম। 6.78 inches, 109.9 cm2 ইঞ্চির বড় ডিসপ্লেতে থাকবে 1080 x 2436 pixels (~393 ppi density) AMOLED, 1B colors, 120Hz, 1300 nits (HBM) এবং Corning Gorilla Glass এর প্রটেকশন যা হালকা ও মাঝারি ধরনের আঘাত প্রতিরোধ করতে পারবে। এছাড়া এটি IP53 dust and splash resistant। এটিতে Under Display, Optical Fingerprint ব্যবহার করা হয়েছে।
Tecno Camon 30S Pro ফোনটির ফুল স্পেসিফিকেশন Click Here
ফোনটির পিছনে থাকবে 2 টি ক্যামেরা সেটাপ। যথাক্রমে, 50 MP, f/1.9, (wide), 1/1.56″, 1.0µm, PDAF, OIS, 2 MP, (depth) এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p@30fps ভিডিও রেকর্ডিং করা যাবে এবং সামনে 50 MP, AF সিঙ্গেল ক্যামেরা সেটাপ যা দিয়ে সর্বোচ্চ 1080p@30fps ভিডিও রেকর্ডিং করা যাবে। এছাড়া কমন ফিচার হিসেবে থাকবে Dual-LED flash, AR3.5, Exposure compensation, ISO control, Continuous Shooting, High Dynamic Range mode (HDR), Digital Zoom, Auto Flash, Face detection, Touch to focus, Phase Detection autofocus, Panorama
Dual Speakers সমৃদ্ধ ফোনটিতে থাকছে 5000 mAh, non-removable এর ব্যাটারী। 45 ওয়াটের চার্জার দিয়ে এটি চার্জ হতে আনুমানিক প্রায় 45 মিনিটের মত সময় লাগবে।
Tecno Camon 30S Pro দুটি কালার যথাক্রমে Interstellar Grey, Pearl Gold এবং Shim Silver Green এর বাংলাদেশী আনুমানিক দাম হতে পারে 28 হাজার টাকার মত। এছাড়া কমন ফিচার হিসেবে থাকবে Wi-Fi, Bluetooth, NFC, USB Type-C 2.0, USB On-The-Go, FM Radio, GPS Sensor, Proximity Sensor, Accelerometer, Compass / Magnetometer, Gyroscope Sensor, Light Sensor।
Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.