NewsTech News and Reviews

Symphony Z60 1.61GHz Unisoc প্রসেসর সহ Geekbench-এ তালিকাভুক্ত হয়েছে

Symphony Z60 স্মার্টফোনটি 1.61GHz Unisoc প্রসেসর সহ Geekbench-এ তালিকাভুক্ত হয়েছে

নভেম্বর ২০২২ এ সিম্পনি তাদের Z সিরিজের সর্বশেষ স্মার্টফোন Symphony Z47 প্রকাশ করে। Symphony সবসময় বাজেট সেগমেন্ট এর গ্রাহকদের টার্গেট করে তাদের ফোনগুলো নিয়ে আসে। স্মার্টফোনটি এর একটি মাত্র ভেরিয়েন্ট 4GB/64GB এর দাম 11,499 টাকা নির্ধারণ করেছিল ব্রান্ডটি। একই বছর ২০২২ এর ডিসেম্বর মাসে সিম্পনির Z সিরিজের নতুন একটি স্মার্টফোন Symphony Z60 এর কিছু স্পেসিফিকেশন তালিকাভুক্ত হয়েছে Geekbench-এ।

নতুন এই স্মার্টফোনটিতে রয়েছে ARM Unisoc 1.61GHz প্রসেসর। এটি ইউনিসক এর Tiger T606 অক্টা-কোর প্রসেসর। এতে রয়েছে ২টি 1.61GHz এর পারফরম্যান্স কোর এবং ৬টি 1.61GHz এর দক্ষতার কোর। এই প্রসেসরটি সহ ইতিমধ্যেই বেশকিছু স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে।

Geekbench এর তথ্যমতে, Symphony Z60 ফোনটিতে 4GB RAM থাকবে। তবে অনুমান করা যায় যে ফোনটিতে আরোকিছু RAM এর সংস্করণ থাকবে। এছাড়া ফোনটিতে বেশকিছু স্টোরেজ মেমরি এর সংস্করণ থাকতে পারে। ডিভাইসটিতে থাকবে অ্যান্ড্রয়েড ওএস অ্যান্ড্রয়েড 12।

Geekbench 5 বেঞ্চমার্ক পরীক্ষায় Symphony Z60 ফোনটির একক-কোর স্কোর 309 এবং মাল্টি-কোর স্কোর 1283 পয়েন্ট। ফোনটির একক-কোর Crypto Score 499 এবং মাল্টি-কোর Crypto Score 1782 পয়েন্ট।

পূর্বে প্রকাশিত Symphony Z47 ফোনটিতে ছিল একটি 6.6-ইঞ্চি IPS LCD ডিসপ্লে প্যানেল। ডিসপ্লেটতে 720 x 1600 পিক্সেল রেজোলিউশনের এবং 90Hz রিফ্রেস রেট সমৃদ্ধ প্যানেল। Z47 ফোনটি 1.6 GHz সমৃদ্ধ Unisoc T606 প্রসেসর এবং 4GB RAM এর সাথে এসেছিল।

স্মার্টফোনটির পিছনে একটি LED ফ্ল্যাশ সহ একটি ট্রিপল ক্যামেরা ইউনিট রয়েছে যার প্রধান ক্যামেরা রয়েছে 52-মেগাপিক্সেল এর। ডিভাইসটির সামনে সেলফি ক্যামেরাতে রয়েছে 8-মেগাপিক্সেল ক্যামেরা।

ফোনটিতে 5030 mAh এর একটি বিশাল পাওয়ার হাউস বা, ব্যাটারি আছে। ব্যাটারিটি চার্জ করতে এর সাথে রয়েছে রেগুলার 10W চার্জিং সিস্টেম। এছাড়া স্মার্টফোনটির ডান পাশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

এই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, স্মার্টফোন দুইটির সাথে তুলনা করলে স্মার্টফোন দুটির প্রসেসর ও র‍্যাম একই থাকবে। সিম্পনি তাদের Symphony Z60 এর স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি কোনো তথ্য জানায় নাই। সঠিক তথ্য জানতে ফোনটির বাজারে আশা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Symphony Z60 সম্পর্কে আরও জানুন . . .

Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button