Samsung Galaxy F62 BD Price and Full Bangla Review
দক্ষিণ কোরিয়ায় ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত ইলেকট্রনিক্স সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান Samsung। প্রতিষ্ঠাকাল থেকে স্যামসাং এর প্রতি গ্রাহকদের প্রবল ভালবাসা আজ তাদেরকে দাড় করিয়েছে বিশ্বের শীর্ষ ৫ প্রতিষ্ঠানের মধ্যে। স্যামসাং এর তৈরি বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী এর মধ্যে মোবাইল ফোন বা, মুঠোফোন অন্যতম। ১৯৮০ সাল হতে তারা মোবাইল ফোন তৈরি করে আসছেনে। তখন থেকেই যুগের সাথে তাল মিলিয়ে ও গ্রাহকের চাহিদাকে মাথায় রেখে প্রতিনিয়ত নিয়ে এসেছে উন্নত টেকনোলজি সমৃদ্ধ স্বল্প-মূল্য থেকে শুরু করে অধিক-মূল্যের সব মোবাইল ফোন। আজ আমরা রিভিউ করতে চলেছি জনপ্রিয় মুঠোফোন ব্র্যান্ড স্যামসাং এর একটি নতুন স্মার্টফোন Samsung Galaxy F62 সম্পর্কে।
2021-এ বাজারে আসা এই নতুন মডেলটির প্রসেসর এবং বডি সহ অন্নান্ন পার্টস সম্পর্কে, এর সুবিধা ও অসুবিধাসমুহ, আর সর্বোপরী মুঠোফোনটি (Mobile Phone) কাদের জন্য সবচেয়ে উপযোগী অর্থাৎ কারা কিনবেন সে সম্পর্কে থাকছে আমাদের নিজেস্ব মতামত। তাহলে চলুন শুরু করা যাক…
সংক্ষিপ্ত বিবরন:
২০২১ সালের ১৫ই ফেব্রুয়ারী আনুষ্ঠানীক ভাবে এটি ঘোষণা করা হয়। ২২-ই ফেব্রুয়ারী বিশ্ব বাজারে নতুন লঞ্চ করে ”Samsung Galaxy F62“। Unofficially এটি মার্চের শেষের দিকে বাংলাদেশের বাজারে আসে। Unofficially এর দাম নির্ধারন করা হয়েছে…
6GB+128GB | 28,500 Taka |
8GB+128GB | 31,500 Taka |
Samsung Galaxy F62 এর এই প্যাকেজটির অসাধারন সব ফিচার, ডিজাইন, পারফরমেন্স আপনাকে দিবে এক অন্যমাত্রার অনুভূতি। সত্যি বলতে এর নজরকাড়া ডিজাইন , বড় ডিস্প্লে, ব্যাটারী এবং প্রসেসর এই বাজেটে আপনার জন্য হতে চলেছে বেস্ট স্মার্টফোন। বর্তমানে বাংলাদেশের অধিকাংশ স্থানেই মুঠোফোনটি(Samsung Galaxy F62) পাওয়া যাচ্ছে।
- আজকের আলোচ্য বিষয় সমুহ একনজরে :-
বিস্তারিত বিবরন:
ডিজাইন ও বডি:
দক্ষিণ কোরিয়ান কোম্পানি Samsung ২০২১ সালের ১৫ই ফেব্রুয়ারী এ তাদের ব্র্যান্ড নিউ ফোন ”Samsung Galaxy F62“ ঘোষণা করেছিল। এই মডেলটিতে ডিজাইনের দিক দিয়ে কোম্পানি কোন ত্রুটি রাখে নি। সত্যি বলতে 28,500 টাকা দামে এতটা প্রিমিয়াম আর নজরকাড়া ডিজাইন খুব কমই দেখা যায়। এর ব্যাক পার্টের ভারটিক্যাল লাইন প্যাটার্ন ডিজাইনের কারনে মোবাইল ফোনটাকে দেখতে অসাধারন লাগে।
Galaxy F62 মোবাইলটির দৈর্ঘ্য 163.9 mm, প্রস্থ 76.3 mm এবং থিকনেস 9.5 mm। ফোনটির ওজন রয়েছে 218 গ্রাম। হাতে ধরতে বেশ কম্ফোর্টেবল। এর সামনে গ্লাস এর প্রোটেকশন এবং বডি ও পিছনের অংশ প্লাস্টিক দিয়ে তৈরি। এর সামনে অর্থাৎ ডিসপ্লে এর ঠিক উপরের দিকে মাঝামাঝিতে একটি পাঞ্চ হোল রয়েছে এবং ফোনটির পিছনে অর্থাৎ ব্যাকপার্টের উপরে বাম পাশে বর্গাকার আক্ৃতির ক্যামেরা বাম্প বসানো হয়েছে যেটা দেখতে বর্তমান সময় খুবই স্বাভাবিক।এর পাওয়ার অন অফ বাটন ও ভলিউম আপ/ডাউন বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিকে ডিসপ্লে এর ডান পাশে সেট করা হয়েছে। যেগুলো আসলেই বেশ সুবিধাজনক স্থানে দেওয়া হয়েছে। ফোনটির নিচের দিকে দেয়া হয়েছে 3.5 mm এর অডিও জ্যাক, মাউতস্পিকার (Mic) এবং লাউডস্পিকার। আর ফোনটির উপরে মাঝ বরাবর দেয়া হয়েছে ইয়ারস্পিকার। রেগুলার পোরট’স ও বাটন ঠিকঠাক আছে, কিন্তু অবিশ্বাস্যভাবে এতে রয়েছে ইউএসবি টাইপ-C (USB Type-C 2.0)। এতে আরো থাকছে ওটিজি (USB On-The-Go) সুবিধা।
মোবাইলটি বাজারে ৩ টি রঙে পাওয়া যাবে। রংগুলি হলো, লেজার গ্রীন (Laser Green), লেজার গ্রে (Laser Gray) & লেজার ব্লু (Laser Blue)।
- ফোনটির মডেল কোড গুলো হল:-
- SM-E625F
- SM-E625F/DS
ডিসপ্লে:
ফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চি সুপার এ্যামোলেড প্লাস (Super AMOLED Plus) ক্যাপাসিটিভ টাচস্ক্রিন সমৃদ্ধ 16M color সাপোর্টেড পাঞ্চ হোল যুক্ত ডিসপ্লে। ডিসপ্লেটির 393 এর পিপিআই সহ 1080 x 2400 পিক্সেলের রেজোলিউশন রয়েছে যেটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লেটিতে পাবেন স্মুত টাচ রেসপন্স এবং অসাধারন মিডিয়া ভিউএর অভিজ্ঞতা । দিনের আলোতে এই ডিস্প্লে আপনাকে দিবে পর্যাপ্ত ব্রাইটনেস, কেননা এতে রয়েছে ৪২০ নিটস(typ.) ব্রাইটনেস।
সেন্সর:
ফোনটিতে সেন্সর হিসেবে থাকছে অ্যাক্সিলোমিটার, ম্যাগ্নেটমিটার, গাইরো, প্রক্সিমিটি, ফিঙ্গারপ্রিন্ট (Side Mounted), জিপিএস ও লাইট সেন্সর। এর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টটি বেশ নির্ভুল ও দ্রুত কাজ করে। ফেস আনলকও প্রায় সঠিক ও দ্রুত কাজ করে। ফোনটিতে উন্নত পর্যায়ের সুরক্ষার জন্য এতে ব্যাবহার করা হয়েছে নক্স সিকিউরিটি (Knox Security)।
নেটওয়ার্ক:
ফোনটিতে রয়েছে একই সাথে ২টা ন্যানো সিম এবং ১টি মাইক্রো এসডি কার্ড ব্যাবহার এর সুবিধা। ফোনটি 3 জি এবং 4 জি নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা দিবে। তাছাড়া জিপিআরএস এবং ইডিজিই সুবিধাও রয়েছে । এর নেটওয়ার্ক স্পীড হিসেবে থাকছে এইচএসপিএ 42.2 / 5.76 এমবিপিএস, এলটিই-এ। যেটা এই বাজেটের ফোনের জন্য বেশ সুবিধাজনক।
পারফরমেন্স:
ফোনে অ্যান্ড্রয়েড 11 কে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যাবহার করা হয়েছে । এতে Samsung এর নিজস্ব ইউআই One UI 3.1 ব্যাবহার হয়েছে যেটা আপনাকে এক অসাধারন ইউজার ইন্টারফেস এর অভিজ্ঞতা দিবে । এর প্রসেসর হিসেবে Exynos 9825 এর Octa-core (2×2.73 GHz Exynos M4 “Cheetah” + 2×2.4 GHz Cortex-A75 + 4×1.95 GHz Cortex-A55) প্রসেসর ব্যাবহার করা হয়েছে।
র্যাম এবং রম:
স্যামসাং (Samsung) কোম্পানি ( 6 জিবি /128 জিবি ) এবং ( 8 জিবি / 128 জিবি ) -র ২ টি ভেরিয়েন্টে ফোনটি চালু করেছে।
ক্যামেরা:
Samsung Galaxy F62 এর পিছনে ৪ টি ক্যামেরা সেটআপ রয়েছে যার মেইন ক্যামেরা হিসেবে 64 এমপি f/2.0 এপাচার এর ওয়াইড এঙ্গেল সেন্সর+ 12 এমপি f/2.2 সেন্সর যুক্ত আল্ট্রাওয়াইড + 5 এমপি f/2.4 সেন্সর যুক্ত ম্যাক্রো ক্যামেরা + 5 এমপি f/2.4 সেন্সর যুক্ত ডেপ্ত ক্যামেরা রয়েছে যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 4K@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন । এছাড়া এর সেলফি ক্যামেরা হিসেবে ফ্রন্ট এ রয়েছে 32 এমপি f/2.0 এপাচার এর সেলফি ক্যামেরা যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সেলফি তুলতে পারেন। আপনি সামনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4k@30fps ভিডিও রেকর্ড করতে পারেন।
ব্যাটারি:
মোবাইলটিতে বিশাল এক নন-রিমুভয়্যবল লিথিয়াম পলিমার এর 7000 এমএএইচ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যার সাহায্যে আপনি গড়ে 160 ঘন্টা অবধি স্বাভাবিক ভাবে চালাতে পারবেন, 23 ঘন্টা ভিডিও প্লেব্যাক এবং 20 ঘন্টা নেট ব্রাউজিং করতে পারবেন। সেই সাথে আপনি টানা ৮-৯ ঘন্টা গেমিং এক্সপেরিয়েন্স পাচ্ছেন এই মনস্টর গেমিং ডিভাইস টি দ্বারা। পুরো চার্জে, আপনি 3G নেটওয়ার্কে এ প্রায় 48 ঘন্টা পর্যন্ত কথা বলতে পারেন। ফোনটি পুরো চার্জের প্রায় 2 ঘন্টা সময় নেবে 25W দ্রুত চার্জিং সাপোর্টে। ওভারঅল আপনি যদি স্বাভাবিক ইউজার হয়ে থাকেন তাহলে আপনি ফুল চার্জে অনায়সে ২ দিন কাটিয়ে দিতে পারবেন।
এবার আসি মূল সুবিধা ও অসুবিধার দিকে…
যে কোন জিনিসের ভাল এবং মন্দ দুইটা দিক থাকে। প্রথমে খারাপ দিকগুলো অর্থাৎ অসুবিধাসমুহ জেনে নেয়া যাক।
অসুবিধাসমুহ:
বডি:
এর বডি প্লাস্টিক এর হওয়ায় এতে সহজে দাগ পড়ে যায়। এজন্য সবসময় ব্যাক কভার ব্যাবহার করুন। তবে ভালো ব্যাপার হলো রিয়েল্মি ডিভাইসটির সাথে দিচ্ছে একটি সিলিকন প্রটেক্টিভ কেস(ব্যাক কভার)।
ডিসপ্লে:
এর ডিসপ্লে তে নিম্ন মানের প্রটেক্টিভ গ্লাস ব্যবহার করা হয়েছে এবং এতে কোনো গরিলা গ্লাস প্রোটেকশন এর কথা উল্লেখ করা হয় নাই। তাই কোনো প্রটেক্টিভ গ্লাস ব্যবহারের অনুরোধ রইল।
সুবিধাসমুহ:
অনেক তো বদনাম শুনলেন এবার ভাল দিকগুলোও জেনে নেওয়া যাক…
ডিজাইন:
এক কথায় অসাধারন, মন জুড়িয়ে যাবার মত ডিজাইন। প্রথমবার তাকালে দ্বিতীয়বার ফিরে তাকানোর মত একটা ডিজাইন। এর ব্যাক প্যানেলের 3D টেক্সার টা আপনাকে মুগ্ধ করবেই।
ডিসপ্লে:
ফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চি সুপার এ্যামোলেড ক্যাপাসিটিভ টাচস্ক্রিন সমৃদ্ধ 16M color সাপোর্টেড ডিসপ্লে । ফুলএইচডি প্লাস এবং বড় ডিসপ্লে হওয়ায় ডিসপ্লেটিতে পাবেন অসাধারন এক মিডিয়া ভিউএর অভিজ্ঞতা । সেই সাথে গেমিং এ পাবেন ফাল্গশিফ লেভেলের এক্সপেরিয়েন্স।
সাউন্ড:
ফোনটির নিচের দিকে দেয়া হয়েছে ৩.৫ এম এম এর অডিও জ্যাক, মাউতস্পিকার (Mic) এবং লাউডস্পিকার। আর ফোনটির উপরে দেয়া হয়েছে ইয়ারস্পিকার, যে গুলোর সাউন্ড কোয়ালিটি সত্যিই প্রশংসনীয়।
স্টোরেজঃ
এতে থাকছে অতিরিক্ত ১ টেরা (১০২৪ জিবি) পর্যন্ত স্টোরেজ হিসেবে আলাদা ভাবে মেমোরি যোগ করার সুবিধা।
ব্যাটারি:
মোবাইলটিতে নন-রিমুভয়্যবল লিথিয়াম পলিমার এর ৭০০০ এমএএইচ এর এক বিশাল সাইজের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা আপনাকে ভুলিয়েই দিবে ফোন কে রিচার্জ করার কথা। এর ২৫ ওয়াট ফাস্ট চার্জার আপনার ফোনটিকে দ্রুত সময়ে চার্জ হতে সাহায্য করবে।
যাদের জন্য এই ফোনটি:
বিশেষ করে যারা স্যামসাং প্রেমী ও মিডিয়া প্রেমীদের জন্য এই ফোন টি বেস্ট একটি চয়েজ। তবে সাধারন গেমার ও সকল ধরনের ইউজারদের জন্য এই ফোনটি সেরা।
To know more about Samsung Galaxy F62 Full Specification and Review Click Here
আমার নিজেস্ব মতামত:
আমার মনে হয় এতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটি অনেক ভাল মানের। সব দিক বিবেচনা করে আপনি যদি সাধারণ ব্যাবহারকারী এবং মিডিয়া প্রেমি হন আর দামটা যদি খুব একটা ম্যাটার না করে তবে নিঃসন্দেহে হতে পারে এই মোবাইলটি আপনার পছন্দের শীর্ষে থাকা একটি মোবাইল।
আর আপনি যদি একটি মোবাইল কিনবেন বলে চিন্তা করে থাকেন আর বাজেট যদি হয় এই দামের আশেপাশে তবে চোখ বন্ধ করে এই মোবাইলটি কিনতে পারেন। আশা করি, আপনার মোবাইলটি সম্পর্কিত মনের সমস্ত আশাগুলো এই রিভিউ ব্লগ এর মাধ্যমে পূরন করতে সক্ষম হয়েছি।
দীর্ঘদিন ধরে স্যামসাং, মোবাইল প্রেমীদের পছন্দের শীর্ষে থাকা একটি নাম। ব্যক্তিগতভাবে স্যামসাং নাম শুনলে আমার মাঝেও একটা দুর্বলতা কাজ করে। যেহেতু আগেও স্যামসাং এর বেশ কয়েকটা মডেল বাজারে এসে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সেই ধারাবাহিকতায় এই মোবাইলটিও সকল মোবাইল ব্যাবহারকারীদের মন জয় করে তাদের সুনাম অক্ষুন্ন রেখে সামনের দিকে এগিয়ে যেতে পরবে।
BDPrice.com.bd পরিবারের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমাদের ফেসবুক পেজ BD Price।
Wonderfully mobile
Beautiful mobile
wonderful
beauty
Nice
Best
It’s really nice phone
Good
Wonderful
Nice
Best
Nice
Nice
Onek valo phn
Wow
Nice phone
Beautiful
Nice
Nice
Beautiful😍💓
How??