Samsung Galaxy A15 খুব শিঘ্রই লঞ্চ হতে চলেছে
স্যামসাং আবারো তাদের A সিরিজে আরো একটি নতুন ডিভাইস যোগ করতে চলেছে। টেক রিপোর্টারদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী স্যামসাং Samsung Galaxy A15 নামে মিডরেঞ্জ এর মধ্যে এই নতুন ডিভাইসটি নিয়ে আসবে, এমনটা জানা গিয়েছে। স্যামসাং সম্প্রতি বাজারে আনা মোবাইল গুলোর ডিজাইন ও ক্যামেরা মডিউল গুলো অনুরূপ রাখার চেস্টা করে চলেছে। স্যামসাং A সিরিজ হোক বা M সিরিজ, এদের লো রেঞ্জ এর ডিভাইস থেকে হাই রেঞ্জ এর ডিভাইস প্রতিটিতে ডিজাইনের তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। আর তারই ধারাবাহিকতায় Galaxy A15 বাজারে খুব শিঘ্রই লঞ্চ হতে চলেছে।
Samsung Galaxy A15 ফোনটির রেন্ডার ইমেজ লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে সেখানে উলম্ব বা লম্বালম্বি ভাবে ৩ টি ক্যামেরা প্রতিস্থাপন আছে। এই ক্যামেরা মডিউল এর বাম্প বা উচ্চতা এবং ডিজাইন প্যাটার্ন পূর্বের ফোনগুলির মতোই। সম্প্রতি লিক হওয়া @evleaks এর তথ্য থেকে Galaxy A15 এর পিছনের ডিজাইন দেখা গিয়েছে । সেখানে নিশ্চিত করা হয়েছে যে এটাই Samsung Galaxy A15 এর আসন্ন নকশা/ডিজাইন চিত্র। তবে মোবাইল ফোন টি কবে নাগাদ বিশ্বব্যাপী লঞ্চ হবে এবং বাংলাদেশের বাজারে কখন রিলিজ হবে সে সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায় নাই।
এই ডিভাইসটি সম্পর্কে পূর্বে ফাঁস হওয়া লিক এবং এখন ফাঁস হওয়া তথ্য থেকে আমরা এতটুকুই জানতে পেরেছি যে; Samsung Galaxy A15 মোবাইলটি-তে ৬.৬ ইঞ্চি এর ৯০ হার্জ রিফ্রেস রেট এর একটি LCD ডিসপ্লে প্যানেল থাকবে। সেইসাথে U আকৃতির নচ সহ ফোনটি তে সুপার এমোলেড ডিসপ্লে থাকবে, এমনটা আশা করা হচ্ছে। খুব ভালো ভাবে ফাঁস হওয়া ছবি টি লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে ফোনটিতে একটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট থাকবে, যেটি পাওয়ার বাটনের সাথে সংযুক্ত। ৫০ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরার সাথে আরো ২ টি ২ মেগাপিক্সেল এর সেন্সর সহ গ্যালক্সি এ১৫ ডিভাইস টি লঞ্চ হতে পারে। সেলফি ক্যামেরা হিসাবে ফোনটিতে একটি ১৩ মেগাপিক্সেল এর ওয়াইড ক্যামেরা সেন্সর থাকবে। অনুমান করা হচ্ছে যে, এটিতে MediaTek Dimensity 700 বা Exynos 1330 এর যে কোনো একটি চিপ থাকবে।
আরো পড়ুনঃ
মোবাইল ফোনটি তে ৪ জিবি, ৬ জিবি ও ৮ জিবি র্যাম ভেরিয়েন্ট এর সাথে ৬৪ ও ১২৮ জিবি স্টোরেজ থাকেব। স্যামসাং এর সেই তথাকথিত ১৫ ওয়াট এর একটি তারযুক্ত চার্জার থাকবে, এবং আশা করা হচ্ছে এটি বক্স কনটেন্ট এ থাকবে। ৫,০০০ mAh এর একটি বড় ব্যাটারি এর সাথে ফোনটি আসবে , সেই তুলনায় ডিভাইসটির পরুত্ব (Thickness) ৮.৪ মিলিমিটার খুব একটা বেশি নয়। সেই সাথে আরো জানা গেছে ৩.৫ এমএম জ্যাক অবশ্যই থাকবে।