Redmi Buds 4 Active কম বাজেটে শাওমির সেরা ENC TWS
আপনি যদি ব্রান্ডের ভালোমানের একটি TWS খুঁজে থাকেন এবং আপনার বাজেট যদি হয় ২ হাজার টাকার আশেপাশে, তাহলে Redmi Buds 4 Active-ই হতে পারে আপনার জন্য সেরা TWS। XIAOMI এর এই TWS টি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েজ। স্ট্রং কানেক্টিভিটি এবং লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ এর সাথে আরো কি কি ফিচারস থাকছে এই ইয়ার বাডস-এ, চলুন দেখে নেওয়া যাক…
প্রথমত Redmi Buds 4 Active এর ডিজাইন এপেল বাডস এর মতো। প্রিমিয়াম ডিজাইনের এই TWS টি ব্লাক এবং এয়ার হোয়াইট কালারে পাওয়া যাবে। TWS এর কেস টি কিছুটা ম্যাট ফিনিস এর। এটি বক্সি টাইপের, কিন্তু কর্নার গুলো রাউন্ডেড। TWS দুটি খুবই হালকা এবং কানের সাথে খুব ভালোভাবেই ফিট হয়ে যায়। ৩.৬ গ্রাম প্রতিটি বাডস এর ওজন। ১২ ন্যানোমিটার এর বেস প্রো ড্রাইভার রয়েছে প্রতিটি বাডস-এ। আপনি যদি Bass লাভার হয়ে থাকেন, তাহলে এই Buds 4 Active আপনাকে কখনোই হতাশ করবে না। সেই সাথে এর ৫.৩ ব্লুটুথ একটি স্ট্রং কানেক্টিভিটি তৈরি করবে। এতে রয়েছে গুগল এর দ্রুত পেয়ারিং ক্ষমতা।
440mAh এর একটি ব্যাটারি রয়েছে TWS টির কেস এ। এবং প্রতিটি বাডস এ 34mah ব্যাটারি আছে। TWS সহ কেস এর মোট ওজন ৪২ গ্রাম। যা কখনোই আপনার ভ্রমনে বাড়তি ওজনের ঝামেলা তৈরি করবে না। TWS এর কেস টি কে একবার চার্জ করলে টানা ৩০ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। সেই সাথে এটিতে রয়েছে ফাস্ট চারজিং এর সুবিধা, এবং টাইপ C পোর্ট। বাডস গুলি একবার ফুল চার্জ করলে একটানা ৫ ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে। ১০ মিনিটের চার্জ-এ একটানা ১১০ মিনিট গান শোনা যাবে। TWS কেস টি ফুল চার্জ হতে দেড় ঘন্টা সময় নেয়। TWS টি ENC সাপোর্টেড। অর্থাৎ এটিতে থাকা এনভায়রমেন্টাল নয়েজ ক্যানসেল সিস্টেম আপনার আশেপাশের নয়েজ থেকে আপনাকে দূরে রাখবে। বিশেষ করে ফোন কলিং এর সময় আপনি এই নয়েজ ক্যানসেলিং সুবিধা টি ভালোভাবে উপভোগ করতে পারবেন।
আরো পড়ুন:
এই বাজেটে TWS টি তে থাকছে আইপি রেটিং। IPX4 water-resistance থাকছে Redmi Buds 4 Active-এ। পানির ঝাপটা থেকে সুরক্ষিত থাকবে এটি। বাংলাদেশের মার্কেটে এই TWS টি ২১৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তবে স্থানভেদে এটির দাম কিছুটা কম বেশি হতে পারে।