NewsTech News and Reviews

Realme GT Neo 5 এর সম্পূর্ণ বৈশিষ্ট্য প্রকাশ করেছে TENAA

Realme GT Neo 5 এর সম্পূর্ণ বৈশিষ্ট্য প্রকাশ করেছে TENAA

Realme GT Neo সিরিজের নতুন স্মার্টফোন Realme GT Neo 5 এর সম্পূর্ণ বৈশিষ্ট্য TENAA প্রকাশ করেছে। আমরা অনেকে জানি আবার অনেকে জানি না যে TENAA আসলে কী? TENAA হল একটি চীনা সার্টিফিকেশন এজেন্সি বা টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট সার্টিফিকেশন সেন্টার। আমরা কিছুদিন ধরেই GT Neo 5 সম্পর্কে শুনতে পাচ্ছি। এর মধ্যেই রিয়েলমি অফিসিয়ালি নিশ্চিত করেছে যে, স্মার্টফোনটি 240W চার্জিং সিস্টেম সাপোর্ট করবে। তবে ফোনটির অন্য কোনো তথ্য অফিসিয়ালি নিশ্চিত করেনি রিয়েলমি। চীনা সার্টিফিকেশন এজেন্সি TENAA এর মাধ্যমে আনঅফিসিয়ালি কিছু তথ্য প্রকাশ হয়েছে।

স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য (Specifications & Features):

TENAA এর মাধ্যমে ইতিমধ্যেই দুইটি মডেল RMX3706 ও RMX3708 সম্পর্কে জানতে পেরেছি। মডেল দুটির মধ্যে প্রধান পার্থক্য হল এর ব্যাটারিতে। RMX3706 মডেলটির রেটেড ব্যাটারির ক্ষমতা 2,425 mAh ও সাধারণ ব্যাটারির ক্ষমতা 4,850 mAh। RMX3708 মডেলটির রেটেড ব্যাটারির ক্ষমতা 2,225 mAh ও সাধারণ ব্যাটারির ক্ষমতা 4,450 mAh। এর মাধ্যমে স্মার্টফোনগুলি ডুয়াল-সেল ব্যাটারি প্যাক নিয়ে আসছে বলে অনুমান করা হচ্ছে। পূর্বের তথ্যানুসারে, Realme GT Neo 5 ফোনটি এর একটি ভার্সন 150W এবং অন্য ভার্সনটি 240W চার্জিং সিস্টেম সাপোর্ট করবে।

RMX3706 এবং RMX3708 মডেল দুটিতে রয়েছে 6.74 ইঞ্চি, 2772 x 1240 পিক্সেল AMOLED ডিসপ্লে প্যানেল। তবে অবাক করার বিষয়টি হল, মডেল দুটিতে ব্যাটারির আকারের পার্থক্য থাকলেও, স্মার্টফোন দুটিই 8.9mm পুরু এবং এদের ওজন 199 গ্রাম।

ফোনটির পিছনে থাকছে ত্রিপল ক্যামেরা সেটআপ মডিউল। ক্যামেরা মডিউলটিতে থাকছে 50 মেগাপিক্সেল এর প্রধান ক্যামেরা, বাকি দুটি ক্যামেরা হল যথাক্রমে 8 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল। ফোনটির সামনের দিকে থাকছে 16 মেগাপিক্সেল এর ফেস বা, সেলফি ক্যামেরা।

ফোনটির ব্রেইন বা সিপিইউ সেকশনের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে 3GHz এর সর্বাধিক ফ্রিকোয়েন্সি সহ একটি অক্টা-কোর প্রসেসর। Realme GT Neo 5 ফোনটির মডেল দুটিতেই রয়েছে 8GB,12GB ও 16GB র‍্যাম (RAM) ও 128GB, 256GB, 512GB ও 1TB ইন্টারন্যাল স্টোরেজ (ROM)। এছাড়াও ফোনটিতে থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 5G সংযোগ এবং IR ব্লাস্টার সেন্সর।

Realme এখনও স্মার্টফোনটির লঞ্চ এর তারিখটি অফিসিয়ালি প্রকাশ করেনি। তবে অনুমান করা যাচ্ছে, আগামি মাসেই লঞ্চ হতে পারে স্মার্টফোনটি।

Realme GT Neo5 সম্পর্কে আরও জানুন . . .

Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button