ReviewTech News and Reviewsবাংলা ব্লগ

Realme C75 অফিসিয়ালি লঞ্চ হয়েছে বাংলাদেশে

Realme C75 is now in Bangladesh with all the best features at the best budget, what's in the phone?

সেরা বাজেটে সেরা সব ফিচার নিয়ে Realme C75 এখন বাংলাদেশে, কি কি থাকছে ফোনটিতে ?

বছরের শেষে এসে রিয়েলমি তাদের বাজেট রেঞ্জের প্রতিপক্ষের ঘুম কেড়ে নিয়েছে তাদের বাজেট রেঞ্জের নতুন স্মার্টফোন Realme C75 লঞ্চ করে। ২৬শে নভেম্বর ২০২৪ এ গ্লোবালই লঞ্চ হওয়ার পর, আজ অর্থাৎ, ১৫ই ডিসেম্বর ২০২৪ এ বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়। স্মার্টফোনটি বাজারে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এবং এর বেস ভেরিয়েন্টটির দাম ১৯,৯৯৯ টাকা ও সর্বোচ্চ ভেরিয়েন্টটির দাম ২২,৯৯৯ টাকা নির্ধারণ করেছে। এই নতুন ডিভাইসটি শক্তিশালী হার্ডওয়্যার, দীর্ঘ ব্যাটারি লাইফ, ওয়াটারপ্রুফিং এবং উন্নত বৈশিষ্ট্যগুলির এমন একটি প্যাকেজ অফার করে, যা বাজেট রেঞ্জের ব্যবহারকারীদের জন্য একটি চমৎকার পছন্দের জায়গা করে নেয়। চলুন দেখা যাক কি কি থাকছে ফোনটিতে?

Realme C75 Officially Launched in Bangladesh
Realme C75 Officially Launched in Bangladesh
Models:Realme C75 4G
Price in Bangladesh:8GB/128GB – BDT. 19,999
8GB/256GB – BDT. 22,999

স্পেসিফিকেশন (Realme C75 4G Specifications)

বডি ও ডিজাইন:

১৬৫.৭ মিমি লম্বা, ৭৬.২ মিমি চওড়া এবং ৮ মিমি পুরুত্বের এই মোবাইলটির ওজন মাত্র ১৯৬ গ্রাম। এই বাজেটে স্মার্টফোনটা বেশ স্লিম ও ওজনেও হালকা ফলে ফোনটা হাতে ধরতে বেশ কম্ফোর্টেবল। মোবাইলটি মোট ২টি রঙে দেশের দোকানগুলোতে পাওয়া যাবে। এই রংগুলো হল Lightning Gold (লাইটনিং গোল্ড) ও Storm Black (স্ট্রোম ব্লাক)

স্লিম ও হালকা ওজনের হওয়া সত্ত্বেও স্মার্টফোনটিতে রয়েছে ধুলো, পানি, শক ও ড্রপ প্রতিরোধী সার্টিফিকেশন। ফোনটিতে রয়েছে পানি প্রতিরোধীর (Waterproof) IP66, IP68 ও IP69 সার্টিফিকেশন, ফলে স্মার্টফোনটি ০.৫ মিটার থেকে ২.৫ মিটার পর্যন্ত পানির মধ্যে চালু থাকবে কোন সমস্যা ছাড়াই। স্মার্টফোনটিকে পানি প্রতিরোধী করতে এতে রয়েছে ইন্ট্রিগ্রেটেড ফোম সিল (Integrated Foam Seal)। এছাড়া এতে রয়েছে সোনিকওয়েভ ওয়াটার ইজেকশন (SonicWave Water Ejection)। স্মার্টফোনটিতে রয়েছে MIL-STD-810H এর 360° আল্ট্রা শক রেজিস্ট্যান্স বা ড্রপ রেজিস্ট্যান্স, ফলে হাত থেকে বা পকেট থেকে নিচে পড়ে গেলে ফোনটি থাকবে অনেকটা অক্ষত।

ডিসপ্লে:

Realme C75 Officially Launched in Bangladesh

স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭২ ইঞ্চির 16.7M colors সাপোর্টেড একটি FHD IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেটি একটি ১০৮০ x ২৪০০ পিক্সেল রেজুলেশন এর একটি প্যানেল যার PPI বা “পিক্সেল পার ইঞ্চি” হল ৩৯২. ডিসপ্লে প্যানেলটি 90Hz রিফ্রেশ রেট সমর্থিত। এছাড়া ডিসপ্লে প্যানেলটিতে 580 nits (typ) ও 690 nits (HBM) ব্রাইটনেস। ফলে ইনডোর বা আউটডোর সর্বত্রই পাবেন স্মার্টফোনটি ব্যাবহারের এক অবর্ণনীয় অভিজ্ঞতা। ফোনটিতে রয়েছে Always-on Display এবং Mini Capsule 3.0.

Realme C75 Officially Launched in Bangladesh

স্মার্টফোনটির ডিসপ্লেটিকে সুরক্ষা দিতে ফোনটিতে থাকছে ফ্লাগশিপ লেভেলের সুরক্ষা ব্যবস্থার ArmorShell™ Glass. সর্বোচ্চ ২ মিটার উপর থেকে পড়ে গেলে, প্রচন্ড চাপে ও স্ক্রাচ প্রতিরোধে সুরক্ষা দিবে গ্লাসটি।

প্রসেসর ও অপারেটিং সিস্টেম:

স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 14 এবং কাস্টম ইউআই হিসেবে রয়েছে Realme UI 5.0 এর সাপোর্ট। স্মার্টফোনটির প্রসেসিং ইউনিট বা, প্রসেসর হিসেবে রয়েছে Mediatek এর ন্যানোমিটার ফেব্রিকেশন এ নির্মিত Helio G92 Max প্রসেসর। প্রসেসরটিতে রয়েছে সর্বোচ্চ 2.0 GHz Cortex ক্লক স্পিডের কোর, যার ফলে ইউজার এক্সপেরিয়েন্স হবে দুর্দান্ত

স্টোরেজ:

স্মার্টফোনটি ৮জিবি র‍্যাম ভেরিয়েন্ট এ লঞ্চ হয়েছে। তবে ইন্টারনাল স্টোরেজ থেকে কিছু স্টোরেজকে (১৬জিবি ডায়নামিক র‍্যাম) র‍্যাম হিসেবে যোগ করার সুযোগ তো থাকছেই। স্মার্টফোনটি মোট ২৪জিবি+১২৮জিবি২৪জিবি+২৫৬জিবি ভেরিয়েন্ট এ লঞ্চ হয়েছে। এছাড়া ফোনটিতে থাকছে বাইরে থেকে অতিরিক্ত স্টোরেজ যোগ করার সুযোগ। বাইরে থেকে অতিরিক্ত স্টোরেজ যোগ করার জন্য রয়েছে ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট।

Realme C75 Officially Launched in Bangladesh

ক্যামেরা:

ফোনটির পিছনের দিকে রয়েছে দুটি ক্যামেরা ও একটি এলইডি লাইট এর ক্যামেরা মডিউল। উপর থেকে প্রথম ক্যামেরাটি একটি ৫০ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা। সর্বশেষ অর্থাৎ দ্বিতীয় ক্যামেরাটি একটি সহকারী দেপ্ত ক্যামেরা। যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 1080p@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন।

Realme C75 Officially Launched in Bangladesh

ডিসপ্লে এর উপরের দিকে একটি পাঞ্চ হোল সেলফি ক্যামেরা। ক্যামেরাটি ৮ মেগাপিক্সেল রেজুলেশন এর একটি ওয়াইড ক্যামেরা। যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 1080p@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। রিয়েলমি তাদের এই নতুন স্মার্টফোনটির ক্যামেরা বা ইমেজ প্রসেসিং এর জন্য AI Imaging, AI Clear Face ও AI Photo Enhance ফিচার যোগ করেছে।

ব্যাটারি:

স্মার্টফোনটির পাওয়ার বা ব্যাটারি স্টোরেজ হিসেবে রয়েছে 6000 mAh এর নন-রিমুব্যাবল ব্যাটারি। এই বিশাল ব্যাটারি স্টোরেজটিকে রিচার্জ করার জন্য রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জার। যার মাধ্যমে শুন্য থেকে সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে প্রায় ০১ঃ৩০ ঘণ্টার (৯০ মিনিট) এর মতো।

Realme C75 Officially Launched in Bangladesh

সেন্সর ও সিকিউরিটি:

ফোনটিতে অ্যাক্সিলোমিটার, জায়রো-স্কোপ, প্রক্সিমিটি, কম্পাস এবং লাইট সেন্সর রয়েছে। প্রাইভেসি ও সিকিউরিটি ফিচার হিসেবে মোবাইলটিতে থাকছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এর সাথে ফোনটিতে আরো থাকছে ফেস আনলক অপশন। স্মার্টফোনটিকে আরো স্মার্ট করতে এতে থাকছে NFC সাপোর্ট, AI Smart Loop, Smart Recognition, Smart Prediction, Streamlined Actions ও বেশ কিছু লোকেশন ব্যান্ড GPS, GALILEO, GLONASS, QZSS, BDS.

নেটওয়ার্ক ও কানেক্টভিটি:

ডিভাইসটিতে রয়েছে ডুয়াল সিম (ন্যানো-সিম, ডুয়াল স্ট্যান্ড-বাই)। ফোনটি ২জি, ৩জি এবং ৪জি নেটওয়ার্ক সাপোর্ট করে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth 5.0, GPS, FM radio, USB Type-C 2.0 ও USB On-The-Go এর সাপোর্ট।

ফিচারস

স্মার্টফোনটির রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার সহ ৪০০% আলট্রা বুম ফিচার। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে টেক্সট স্ক্যানার ফিচার যার মাধ্যমে কোনো বই বা ডকুমেন্টকে স্বাভাবিক টেক্সট ডকুমেন্ট এ পরিনত করা যায়।

দাম (Realme C75 4G Price in BD)

Realme C75 Officially Launched in Bangladesh

Realme C75 4G স্মার্টফোনটি ২০২৪ সালের ১৫ই ডিসেম্বর বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়। স্মার্টফোনটি বর্তমানে বাংলাদেশের বাজারে 8GB/128GB ভেরিয়েন্টটি ১৯,৯৯৯ টাকা এবং 8GB/256GB ভেরিয়েন্টটি ২২,৯৯৯ টাকা মুল্যে পাওয়া যাচ্ছে। দাম বিবেচনায় মোবাইলটিতে স্পেসিফিকেশনে কিছু কমতি নেই বললেই চলে। সুতরাং, দাম বিবেচনায় ফোনটি হতে পারে একটি সাধ্যের মধ্যে সেরা স্মার্টফোন।

Realme C75 এর বক্সে কি আছে? (What’s in the box of Realme C75?)

Realme C75 4G প্যাকেজে রয়েছে:

  • স্মার্টফোন (Realme C75 handset)
  • স্ক্রিন প্রটেক্টর (Screen protector)
  • চার্জার বা, পাওয়ার অ্যাডাপ্টার (Power Adapter)
  • টাইপ-সি কেবল (USB Type-C Cable)
  • সিম কার্ড ট্রে পিন (SIM Card Tray Pin)
  • ফোন কেস (Phone Case)
  • ওয়ারেন্টি কার্ড (Warranty Card)
  • ম্যানুয়াল বা, কুইক গাইড (Quick Guide)

এছাড়াও, আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য আমরা ফোনটির কিছু সুবিধা এবং অসুবিধার তালিকা করেছি।

Pros (সুবিধা):

  • 6.72-ইঞ্চির বড় ডিসপ্লে
  • 90Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে
  • 50MP প্রধান ক্যামেরা ও 8MP সেলফি ক্যামেরা
  • Mediatek Helio G92 Max এর 2.0 GHz প্রসেসর
  • Li-Po 6000 mAh ব্যাটারি
  • 45W দ্রুত চার্জিং ক্ষমতা
  • সর্বোচ্চ ৮জিবি র‍্যাম ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজ
  • IP66/IP68/IP69 ও MIL-STD-810H রেটিং

Cons (অসুবিধা):

  • 3.5 মিমি অডিও জ্যাক সমর্থিত নয়
  • 5G সমর্থিত নয়

সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখার জন্য এখানে ক্লিক করুন

Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button