Realme C63 5G is Available in India
Realme C63 5G নামে Realme তাদের জনপ্রিয় একটি ফোন সম্প্রতি 12 August 2024 তারিখে লঞ্চ করেছে। নজরকাড়া ডিজাইন এবং নিত্যনতুন দরকারী ফিচার নিয়ে ফোনটি বাজারে বেশ আলোড়ন সৃস্টি করবে বলে ধারনা করা যাচ্ছে। আশা করা যাচ্ছে ফোনটি 19 August 2024 তারিখে বিশ্ববাজারে গ্রাহকদের উদ্দেশ্যে আসতে পারে। তবে বাংলাদেশে কবে আসবে তা এখনো পুরোপুরিভাবে জানা যায়নি। বাংলাদেশের বাজারে অফিশিয়ালি বা আনঅফিশিয়ালি আসা মাত্রই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।
চলুন তাহলে একনজরে Realme C63 5G ফিচারগুলো জেনে নিই…
এন্ড্রয়েড Android 14, Realme UI 5.0 অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত ফোনটির প্রসেসর হিসেবে থাকবে Mediatek Dimensity 6300 (6 nm) এর Octa-core (2×2.4 GHz Cortex-A76 & 6×2.0 GHz Cortex-A55) সমৃদ্ধ ফিচার। এছাড়া এটি 4GB/128GB, 6GB/128GB & 8GB/128TB মোট 3 টি ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাবে।
165.6 x 76.1 x 7.9 mm (6.52 x 3.00 x 0.31 in) পরিমাপের মোবাইলটির ওজন হবে 192 গ্রাম। 6.67 inches, 107.2 cm2 ইঞ্চির বড় ডিসপ্লেতে থাকবে 720 x 1280 pixels, 20:9 ratio (~264 ppi density) IPS LCD, 120Hz, 500 nits (typ), 625 nits (HBM) এবং Glass এর প্রটেকশন যা হালকা ও মাঝারি ধরনের আঘাত প্রতিরোধ করতে পারবে।
Realme C63 5G ফোনটির ফুল স্পেসিফিকেশন Click Here
ফোনটির পিছনে থাকবে 3 টি ক্যামেরা সেটাপ। যথাক্রমে,
- 32 MP, f/1.9, 27mm (wide), 1/3.1″, 0.7µm, PDAF
- Auxiliary lens
এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p@30fps ভিডিও রেকর্ডিং করা যাবে এবং সামনে 8 MP, f/2.0, 25mm (wide), 1/4.0″, 1.12µm সিঙ্গেল ক্যামেরা সেটাপ যা দিয়ে সর্বোচ্চ 8 MP, f/2.0, 25mm (wide), 1/4.0″, 1.12µm ভিডিও রেকর্ডিং করা যাবে। এছাড়া কমন ফিচার হিসেবে থাকবে Dual-LED flash, AR3.5, Exposure compensation, ISO control, Continuous Shooting, High Dynamic Range mode (HDR), Digital Zoom, Auto Flash, Face detection, Touch to focus, Phase Detection autofocus, Panorama
Dual Speakers সমৃদ্ধ ফোনটিতে থাকছে 5000 mAh, non-removable এর ব্যাটারী। 25 ওয়াটের চার্জার দিয়ে এটি চার্জ হতে আনুমানিক প্রায় 70 মিনিটের মত সময় লাগবে।
Realme C63 5G মোট 2টি কালার যথাক্রমে Forest Green এবং Starry Gold এর বাংলাদেশী আনুমানিক দাম হতে পারে 15,000 টাকার মত। এছাড়া কমন ফিচার হিসেবে থাকবে Wi-Fi, Bluetooth, NFC, USB Type-C 2.0, USB On-The-Go, FM Radio, GPS Sensor, Proximity Sensor, Accelerometer, Compass / Magnetometer, Gyroscope Sensor, Light Sensor।
Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.
Very helpful post for me.
এজন্যই bdprice আমার পছন্দের শীর্ষে❤️
Hi there! This post couldn’t be written any better! Reading through this post reminds me of my previous room mate! He always kept talking about this. I will forward this article to him. Pretty sure he will have a good read. Thank you for sharing!
Hi my friend! I wish to say that this post is amazing, great written and include almost all vital infos. I?¦d like to peer more posts like this .