Oppo A18 লঞ্চ হলো অসাধারন গ্লোয়িং ডিজাইনে, হতে পারে বাজেট কিলার ফোন
সদ্য লঞ্চ হওয়া Oppo A18 স্মার্টফোন টি হতে পারে আপনার বাজেটের সেরা ফোন। অসাধারণ লুকের ব্যাক প্যানলে আছে গ্লোয়িং কালার টেক্সার। ক্যামেরা মডিউল টি সম্প্রতি বাংলাদেশে লঞ্চ হওয়া Oppo A78 এর সাথে মিল রয়েছে। সেই তুলনায় A18 ডিভাইসটি A78 এর থেকে কম বাজেটে অসাধারণ ডিজাইন নিয়ে আসছে। ইন্ডিয়ান মার্কেটে স্মার্টফোনটি অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। ফোনটি বাংলাদেশে অফিসিয়াল ভাবে লঞ্চ হলে এর বেস ভেরিয়েন্ট এর দাম ১৫ থেকে ১৭ হাজারের আশেপাশে থাকবে, এমনটা ধারনা করা হচ্ছে। দেখে নেওয়া যাক কি কি ফিচারস নিয়ে ডিভাইসটি এই বাজেটে সেরা হতে পারে…
Oppo A18 ফোনটিতে ৬.৫৬ ইঞ্চির একটি আই পি এস ডিসপ্লে প্যানেল রয়েছে। ৯০ হার্জ রিফ্রেশ রেট এর ডিসপ্লে টি সর্বোচ্চ 720 নিটস ব্রাইটনেস তুলতে পারে। প্লাস্টিক বডির ডিভাইসটি বেশ শক্তপোক্ত করা হয়েছে, সেই সাথে ফোনটি IP54 রেটেড। অর্থাৎ এটি ধূলাবালি এবং পানির ঝাপটা প্রতিরোধী। তবে ফোনটিকে ভুলেও পানিতে ফেলবেন না। এন্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম এর সাথে এটিতে তাদের নিজস্ব কালার ও এস ১৩.১ থাকবে। মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর পাওয়ার আপ করছে ডিভাসটিকে। ১২ ন্যনোমিটার ফেব্রিকেশন এর এই চিপসেট টি সর্বোচ্চ ২ গেগা হার্জ স্পিড তুলতে পারে। এই সেগমেন্ট এ এটা একটি দুর্দান্ত প্রসেসর। মোবাইল টি ৪ জিবি র্যামের সাথে ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এ পাওয়া যাবে। এছাড়াও এতে আলাদা করে মেমরি কার্ড ব্যবহারের অপশন রয়েছে।
আরো পড়ুন:
ক্যামেরা সেকশনে ডিভাইসটির পিছনে ২ টি ক্যামেরা রয়েছে, যার মেইন ক্যামেরাটি ৮ মেগাপিক্সেল এর ওয়াইড সেন্সর এবং অন্যটি ২ মেগাপিক্সেল এর ডেপ্ত সেন্সর। সেলফি ক্যামেরা হিসেবে ৫ মেগাপিক্সেল এর একটি ওয়াইড সেন্সর থাকবে ফোনটিতে। এছাড়াও Oppo A18 এ Wi-Fi, 5.3 Bluetooth, GPS, USB Type-C 2.0, OTG এবং 3.5mm jack পোর্ট তো থাকছেই। হাই সিকিউরিটি এর জন্য ফোনটিতে থাকছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ৫০০০ এম এ এইচ এর একটি বড় ব্যাটারী থাকবে, তবে থাকছে না কোনো ফাস্ট চার্জ এর সুবিধা।
ফোনটি সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন