Infinix Hot 40i অফিসিয়ালি লঞ্চ হল বাংলাদেশে
সেরা বাজেটে সেরা স্মার্টফোন Infinix Hot 40i অফিসিয়ালি লঞ্চ হল বাংলাদেশে
সাধ্যের মধ্যে সেরা সব ফিচার নিয়ে বাংলাদেশে লঞ্চ হল বাজেট রেঞ্জের ফোন Infinix Hot 40i। নতুন বছরের বাংলাদেশে লঞ্চকৃত দ্বিতীয় স্মার্টফোন হলেও ইনফিনিক্স এর তরফ থেকে এটিই প্রথম স্মার্টফোন। ০৫ই ডিসেম্বর ২০২৩ এ সর্বপ্রথম Hot 40 সিরিজের ৩টি স্মার্টফোন Hot 40, Hot 40 Pro, Hot 40i গ্লোবাল মার্কেটে আসে। ০৩রা জানুয়ারি ২০২৪ তারিখে Infinix Hot 40i বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করেছে।
The best budget smartphone Infinix Hot 40i is officially launched in Bangladesh
স্মার্টফোনটির মধ্যে থাকছে হাই রিফ্রেশ রেট, উচ্চ ক্ষমতার প্রসেসর, অনেক স্টোরেজ, উচ্চ মেগাপিক্সেলের সামনের ও পিছনের ক্যামেরা, বিশাল ব্যাটারি এর সাথে ফাস্ট চারজিং এর সাপোর্ট। Infinix Hot 40i স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে ৮জিবি+১২৮জিবি এর একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এবং ভেরিয়েন্টটির দাম ১৩,৯৯৯ টাকা নির্ধারণ করেছে। এই দামে স্মার্টফোনটি যেসব গ্রাহকদের অফার করতেছে তাতে এককথায় স্মার্টফোনটি অসাধারণ। তবে চলুন দেখি কি কি থাকছে ফোনটিতে…
Models: | Infinix Hot 40i |
Price in Bangladesh: | 8GB/128GB – 13,999 Taka |
স্পেসিফিকেশন (Infinix Hot 40i Specifications):
বডি ও ডিজাইন:
১৬৩.৬ মিমি লম্বা, ৭৫.৬ মিমি চওড়া এবং ৮.৩ মিমি পুরুত্বের এই মোবাইলটি। ফোনটা হাতে ধরতে বেশ কম্ফোর্টেবল। মোবাইলটি মোট ৪টি রঙে দোকানগুলোতে পাওয়া যাবে। এই রংগুলো হল Starlit Black (স্টারলিট ব্ল্যাক), Palm Blue (পাম ব্লু), Horizon Gold (হরাইজন গোল্ড), Starfall Green (স্টারফল গ্রিন)।
ডিসপ্লে:
স্মার্টফোনটিতে রয়েছে ৬.৫৬ ইঞ্চির 16M colors সাপোর্টেড একটি IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেটি একটি ৭২০ x ১৬১২ পিক্সেল রেজুলেশন এর একটি প্যানেল যার PPI বা “পিক্সেল পার ইঞ্চি” হল ২৬৯. ডিসপ্লে প্যানেলটি 90Hz রিফ্রেশ রেট সমর্থিত। এছাড়া ডিসপ্লেটিতে রয়েছে ডায়নামিক আইস ল্যান্ড ফিচার। বিভিন্ন নোটিফিকেশন এর সাথে বিভিন্ন লুক এর সাথে আপনার সামনে উপস্থিত হবে। এছাড়া ডিসপ্লে প্যানেলটিতে 480 nits (peak) ব্রাইটনেস এর পাশাপাশি DRE (Dark Region Enhancement) এর সাপোর্ট।
প্রসেসর ও অপারেটিং সিস্টেম:
স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 13 এবং কাস্টম ইউআই হিসেবে রয়েছে XOS 13 এর সাপোর্ট। স্মার্টফোনটির প্রসেসিং ইউনিট বা, প্রসেসর হিসেবে রয়েছে Unisoc এর T606 (12 nm) প্রসেসর। প্রসেসরটিতে রয়েছে সর্বোচ্চ 1.6 GHz Cortex ক্লক স্পিডের কোর, যার ফলে ইউজার এক্সপেরিয়েন্স হবে দুর্দান্ত
স্টোরেজ:
স্মার্টফোনটি ৪জিবি ও ৮জিবি ভেরিয়েন্ট এ লঞ্চ হয়েছে। তবে ইন্টারনাল স্টোরেজ থেকে কিছু স্টোরেজকে র্যাম হিসেবে যোগ করার সুযোগ তো থাকছেই। ফলে ৪জিবি ভেরিয়েন্টকে ৮জিবি ও ৮জিবি ভেরিয়েন্টকে ১৬জিবি তে রুপান্তর করা বা বুস্ট করা যাবে। স্মার্টফোনটি মোট ৪জিবি+১২৮জিবি, ৮জিবি+১২৮জিবি ও ৮জিবি+২৫৬জিবি ভেরিয়েন্ট এ লঞ্চ হয়েছে। এছাড়া ফোনটিতে থাকছে বাইরে থেকে অতিরিক্ত স্টোরেজ যোগ করার সুযোগ।
ক্যামেরা:
ফোনটির পিছনের দিকে রয়েছে দুটি ক্যামেরা ও একটি এলইডি লাইট এর ক্যামেরা মডিউল। উপর থেকে প্রথম ক্যামেরাটি একটি ৫০ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা। সর্বশেষ অর্থাৎ দ্বিতীয় ক্যামেরাটি ০.০৮ মেগাপিক্সেল রেজুলেশন এর একটি অক্জিলিয়ারী লেন্স বা সহায়ক ক্যামেরা। যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 1080p@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন।
ডিসপ্লে এর উপরের দিকে ডুয়াল এলইডি ফ্লাশ লাইট এর সাথে একটি পাঞ্চ হোল সেলফি ক্যামেরা। ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেল রেজুলেশন এর একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 1080p@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন।
ব্যাটারি:
স্মার্টফোনটির পাওয়ার বা ব্যাটারি স্টোরেজ হিসেবে রয়েছে 5000 mAh এর নন-রিমুব্যাবল ব্যাটারি। এই বিশাল ব্যাটারি স্টোরেজটিকে রিচার্জ করার জন্য রয়েছে ১৮ ওয়াট এর চার্জার। যার মাধ্যমে শুন্য থেকে সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে প্রায় ২ ঘন্টা ১০ মিনিট এর মতো।
সেন্সর ও সিকিউরিটি:
ফোনটিতে অ্যাক্সিলোমিটার, প্রক্সিমিটি, কম্পাস এবং লাইট সেন্সর রয়েছে। প্রাইভেসি ও সিকিউরিটি ফিচার হিসেবে মোবাইলটিতে থাকছে ডিভাইসটির ডান পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এর সাথে ফোনটিতে আরো থাকছে ফেস আনলক অপশন।
নেটওয়ার্ক ও কানেক্টভিটি:
ডিভাইসটিতে রয়েছে ডুয়াল সিম (ন্যানো-সিম, ডুয়াল স্ট্যান্ড-বাই)। ফোনটি ২জি, ৩জি এবং ৪জি নেটওয়ার্ক সাপোর্ট করে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth, NFC, GPS, FM radio, USB Type-C 2.0, OTG, XBoost ও 200% Super Volume এর সাপোর্ট।
দাম (Infinix Hot 40i Price in BD):
Infinix Hot 40i স্মার্টফোনটি ২০২৪ সালের ০৩রা জানুয়ারি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়। স্মার্টফোনটি বর্তমানে বাংলাদেশের বাজারে 8GB/128GB ভেরিয়েন্টটি ১৩,৯৯৯ টাকা মুল্যে পাওয়া যাচ্ছে। তবে কিছু সময়ের জন্য বাংলাদেশের সর্ববৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান দারাজে 8GB/128GB ভেরিয়েন্টটি ১২,৯৯৯ টাকা মুল্যে পেয়ে যাবেন। দাম বিবেচনায় মোবাইলটিতে স্পেসিফিকেশনে কিছু কমতি নেই বললেই চলে। সুতরাং, দাম বিবেচনায় ফোনটি হতে পারে একটি সাধ্যের মধ্যে সেরা স্মার্টফোন।
এছাড়াও, আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য আমরা ফোনটির কিছু সুবিধা এবং অসুবিধার তালিকা করেছি।
Pros (সুবিধা):
- 6.56-ইঞ্চির বড় ডিসপ্লে
- 90Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে
- 50MP প্রধান ক্যামেরা
- 32MP সেলফি ক্যামেরা
- Li-Po 5000 mAh ব্যাটারি
- 18W দ্রুত চার্জিং ক্ষমতা
- সর্বোচ্চ ৮জিবি র্যাম ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজ
- NFC সমর্থিত
Cons (অসুবিধা):
- প্লাস্টিক বিল্ড কোয়ালিটি
- 5G সমর্থিত নয়
- প্রসেসিং পারফরম্যান্স কিছুটা ভালো হতে পারতো।
সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখার জন্য এখানে ক্লিক করুন
It’s a shame you don’t have a donate button! I’d definitely donate to this superb blog! I guess for now i’ll settle for bookmarking and adding your RSS feed to my Google account. I look forward to fresh updates and will share this website with my Facebook group. Chat soon!