Honor X5 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হয়েছে
Honor X5 6.5 ইঞ্চি ডিসপ্লে ও 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হয়েছে
Honor একের পর এক চমক দিয়ে যাচ্ছে তাদের নতুন নতুন স্মার্টফোন লঞ্চ এর মাধ্যমে। ২০২৩ সালের এই কিছু দিনের মধ্যেই ৪টি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে হনোর। Honor এর X6 এর পর তার উত্তরসূরি Honor X5 লঞ্চ করেছে চায়নার মার্কেটে। স্মার্টফোনটি এন্ট্রি লেভেল এর স্পেসিফিকেশন এর সাথে প্রকাশিত হয়েছে।
স্পেসিফিকেশন (Specifications):
ফোনটির দৈর্ঘ্য(লম্বা) ১৬৪ মি.মি., প্রস্থ(চওড়া) ৭৫.৬ মি.মি. এবং পুরুত্ব(পাতলা) ৮.৯ মি.মি. এবং এর ওজন ১৯৩ গ্রাম। Honor X5 ফোনটি সানরাইজ অরেঞ্জ, ওশান ব্লু, মিডনাইট ব্ল্যাক মোট ৩টা রঙের সাথে বাজারে এসেছে। স্মার্টফোনটির সামনের দিকে রয়েছে গ্লাস এর তৈরি এবং এর বডি-ফ্রেম রয়েছে প্লাস্টিক এর তৈরি।
X5 এ রয়েছে ৬.৫ ইঞ্চি, 720×1600 পিক্সেল রেজোলিউশন এর TFT LCD ডিসপ্লে। স্মার্টফোনটির পিছনে রয়েছে ৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। এতে রয়েছে f/2.0 মাত্রার অ্যাপারচার, 4x ডিজিটাল জুম, সর্বোচ্চ 3264 x 2448 পিক্সেলের ছবি ও 1080 x 1920 পিক্সেলের ভিডিও ধারন করার ক্ষমতা। ফোনটির সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। এতে রয়েছে f/2.2 মাত্রার অ্যাপারচার, সর্বোচ্চ 2592 x 1944 পিক্সেলের ছবি ও 1080 x 1920 পিক্সেলের ভিডিও ধারন করার ক্ষমতা।
ফোনটি 2GB র্যামের সাথে আসে এবং এটি 32GB স্টোরেজ এর সাথে আসে। ফোনটিতে মাইক্রোএসডি কার্ড যোগ করার অপশন রয়েছে। স্মার্টফোনটি Mediatek MT6762 Helio G25 প্রসেসর দ্বারা চালিত। এটি এমন একটি চিপসেট যা 12 nm ফেব্রিকেশন এর উপর নির্মিত। এতে রয়েছে সর্বমোট আটটি Cortex-A53 কোর, যার 4টি 2.0 GHz পারফরম্যান্স কোর ও অন্য 4টি 1.5 GHz দক্ষতা কোর। প্রসেসরটিতে PowerVR GE8320 GPU রয়েছে। অপারেটিং সিস্টেম (OS) হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড Android 12 (Go edition)।
ডিভাইসটিতে একটি নন-রিমুভেবল Li-Polymer 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটিতে থাকতে পারে একটি 10W রেগুলার চার্জিং সিস্টেম। যার মাধ্যমে মোবাইল ফোনটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় 2:30 ঘণ্টা সময় নেবে।
Honor X5 স্মার্টফোনটি 2G, 3G এবং 4G নেটওয়ার্ক সুবিধা সমর্থন করে। ডিভাইসটির সিকিউরিটিতে থাকছে ফেস রিকগনাইজেশন সিস্টেম। অন্যান্য ওয়্যারলেস কানেক্টিভিটি বিকল্পগুলির মধ্যে রয়েছে Wi-Fi 802.11 b/g/n এবং Bluetooth 5.1 কানেকশন। ফোনটির 3.5 মিমি জ্যাকে তারযুক্ত হেডফোনগুলিও কানেক্ট করতে পারেন।
স্মার্টফোনটির মুল্য ও বাজারে প্রকাশের সময়/তারিখ সম্পর্কে অফিসিয়ালি কোনো তথ্য প্রকাশ করেনি Honor.
Honor X5 সম্পর্কে আরও জানুন . . .