News

Motocompacto: E-Bike তো অনেক দেখেছেন, স্যুটকেস E-Bike কি দেখেছেন কখনো?

স্যুটকেস ভেবে ভুল করবেন না, এটি একটি E-Bike. হ্যা ঠিকই শুনেছেন! এটি হোন্ডা (HONDA) এর একটি আধুনিক ই-বাইক। Honda Motocompacto নামকরণ করা হয়েছে এই ই-বাইকটির। প্রথম দেখাতেই এটিকে একটি স্মার্ট স্যুটকেস মনে হবে। স্মার্ট তো বটেই, তবে এটা আপনার শার্ট-প্যান্ট বহন করবে না, এটি স্বয়ং আপনাকেই বহন করবে। যানজট আমাদের প্রত্যাহিক জীবনের অনেক টা সময়-ই নষ্ট করে ফেলে। সময় মতো কোথাও পৌঁছাতে হলে অনেকটা সময় হাতে নিয়েই তবে বাইরে বের হতে হয়। আর তাইতো এই সকল সমস্যার কথা ভেবেই বিশ্বের প্রথম সারির বাইক ম্যানুফ্যাকচারার কোম্পানি Honda তাদের এই অভিনব আবিষ্কার নিয়ে হাজির হয়েছে।

কেমন হবে এই Motocompacto E-Bike?

Motocompacto: E-Bike তো অনেক দেখেছেন, স্যুটকেস E-Bike কি দেখেছেন কখনো?

Motocompacto- স্যুটকেস এর মতো দেখতে এই ই-বাইক টি সহজে বহনযোগ্য একটি স্মার্ট বাইক। প্রায় ১৯ কেজি ওজনের এই বাইকটিতে আছে ৪৯০ ওয়াট এর একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন মোটর। যেটি একটি পারমানেন্ট ম্যাগনেট, ডাইরেক্ট ড্রাইভ (Permanent magnet, direct drive) মোটর। ১৬ নিউটন মিটার টর্ক সম্পন্ন এই মোটর টি প্রতি ঘন্টায় সর্বোচ্চ ২৪ কিলোমিটার (15 mph) গতি তুলতে পারে। মোটর টি সরাসরি ই-বাইকটির সামনের চাকায় শক্তি প্রদান করে। অর্থাৎ এখানে Front-wheel drive সিস্টেম ব্যবহার করা হয়েছে। একবার চার্জ দিলে বাইক টি ২০ কিলোমিটার পর্যন্ত চলবে। ১১০ ভোল্ট এর চার্জার দিয়ে ফুল চার্জ হতে এটি ৩:৩০ ঘন্টা থকে ৪ ঘন্টা সময় নেয়।

Motocompacto: E-Bike তো অনেক দেখেছেন, স্যুটকেস E-Bike কি দেখেছেন কখনো?

২৯.২ ইঞ্চি হুইলবেস সম্পন্ন বাইকটি ভাঁজ (Folded) করা অবস্থায় এর দৈর্ঘ্য ২৯.২ ইঞ্চি, তবে রাইড করার জন্য ভাঁজ খোলার পরে এটির দৈর্ঘ্য ৩৮.১ ইঞ্চি হয়। ই-বাইকটি ফোল্ডিং অবস্থায় এর উচ্চতা ২১.১ ইঞ্চি এবং আন-ফোল্ড করলে এর উচ্চতা ৩৫ ইঞ্চি হয়। ভাঁজ করা অবস্থায় এর প্রস্থ (পুরু) ৩.৭ ইঞ্চি, এবং চালানোর জন্য ভাঁজ খুললে এটির প্রস্থ ১৭.২ ইঞ্চি হয়। বাইকটির সিটের উচ্চতা ২৪.৫ ইঞ্চি (622.3 mm)।

আরো পড়ুন:

এক কথায় অসাধারণ এক আবিষ্কার। Honda Motocompacto এবছরের নভেম্বর মাসেই বিক্রির জন্য উন্মুক্ত করা হবে। হোন্ডার দেওয়া বাজেট পর্যালোচনায় বাইক টি বাংলাদেশের বাজারে ১ লক্ষ ১০ হাজার টাকা হতে পারে। তবে বাংলাদেশের বাজারে এই ই-বাইকটি কবে কখন পাওয়া যাবে বা এর দাম কেমন হতে পারে সে ব্যাপারে হোন্ডা বাংলাদেশ তেমন কোনো তথ্য ফাঁস করে নাই।

Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button