Google Pixel 9 Pro coming Soon in Bangladesh
Google Pixel 9 Pro নামে Google তাদের জনপ্রিয় একটি ফোন সম্প্রতি 13 August 2024 তারিখে লঞ্চ করেছে। নজরকাড়া ডিজাইন এবং নিত্যনতুন দরকারী ফিচার নিয়ে ফোনটি বাজারে বেশ আলোড়ন সৃস্টি করবে বলে ধারনা করা যাচ্ছে। আশা করা যাচ্ছে ফোনটি 09 September 2024 তারিখে বিশ্ববাজারে গ্রাহকদের উদ্দেশ্যে আসতে পারে। তবে বাংলাদেশে কবে আসবে তা এখনো পুরোপুরিভাবে জানা যায়নি। বাংলাদেশের বাজারে অফিশিয়ালি বা আনঅফিশিয়ালি আসা মাত্রই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।
চলুন তাহলে একনজরে Google Pixel 9 Pro ফিচারগুলো জেনে নিই…
এন্ড্রয়েড Android 14, up to 7 major Android upgrades অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত ফোনটির প্রসেসর হিসেবে থাকবে Google Tensor G4 (4 nm) এর Octa-core (1×3.1 GHz Cortex-X4 & 3×2.6 GHz Cortex-A720 & 4×1.92 GHz Cortex-A520) 5G সমৃদ্ধ ফিচার। এছাড়া এটি 16GB/128GB, 16GB/256GB, 16GB/512GB & 16GB/1TB মোট 4 টি ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাবে।
152.8 x 72 x 8.5 mm (6.02 x 2.83 x 0.33 in) পরিমাপের মোবাইলটির ওজন হবে 199 গ্রাম। 6.3 inches, 96.3 cm2 ইঞ্চির বড় ডিসপ্লেতে থাকবে 1280 x 2856 pixels, 20:9 ratio (~453 ppi density) LTPO* OLED, 120Hz, HDR10+, 2000 nits (HBM), 3000 nits (peak) এবং Corning Gorilla Glass Victus 2 এর প্রটেকশন যা হালকা ও মাঝারি ধরনের আঘাত প্রতিরোধ করতে পারবে। এছাড়া এটি IP68 dust/water resistant (up to 1.5m for 30 min)। এটিতে Under Display, Optical Fingerprint ব্যবহার করা হয়েছে।
Google Pixel 9 Pro ফোনটির ফুল স্পেসিফিকেশন Click Here
ফোনটির পিছনে থাকবে 3 টি ক্যামেরা সেটাপ। যথাক্রমে,
- 50 MP, f/1.7, 25mm (wide), 1/1.31″, 1.2µm, dual pixel PDAF, multi-zone Laser AF, OIS,
- 48 MP, f/2.8, 113mm (periscope telephoto), 1/2.55″, dual pixel PDAF, OIS, 5x optical zoom
- 48 MP, f/1.7, 123˚ (ultrawide), 1/2.55″, dual pixel PDAF
এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 8K@30fps, 4K@24/30/60fps, 1080p@24/30/60/120/240fps; gyro-EIS, OIS, 10-bit HDR ভিডিও রেকর্ডিং করা যাবে এবং সামনে 42 MP, f/2.2, 17mm (ultrawide), PDAF সিঙ্গেল ক্যামেরা সেটাপ যা দিয়ে সর্বোচ্চ 4K@30/60fps, 1080p@30/60fps ভিডিও রেকর্ডিং করা যাবে। এছাড়া কমন ফিচার হিসেবে থাকবে Dual-LED flash, AR3.5, Exposure compensation, ISO control, Continuous Shooting, High Dynamic Range mode (HDR), Digital Zoom, Auto Flash, Face detection, Touch to focus, Phase Detection autofocus, Panorama
Dual Speakers সমৃদ্ধ ফোনটিতে থাকছে 4700 mAh, non-removable এর ব্যাটারী। 27 ওয়াটের চার্জার দিয়ে এটি চার্জ হতে আনুমানিক প্রায় 55 মিনিটের মত সময় লাগবে।
Google Pixel 9 Pro মোট 4টি কালার যথাক্রমে Porcelain, Rose Quartz, Hazel এবং Obsidian এর বাংলাদেশী আনুমানিক দাম হতে পারে 1,15,000 টাকার মত। এছাড়া কমন ফিচার হিসেবে থাকবে Wi-Fi, Bluetooth, NFC, USB Type-C 2.0, USB On-The-Go, FM Radio, GPS Sensor, Proximity Sensor, Accelerometer, Compass / Magnetometer, Gyroscope Sensor, Light Sensor।
Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.
Very interesting info !Perfect just what I was looking for!
I’ll immediately seize your rss feed as I can not to find your e-mail subscription link or newsletter service. Do you’ve any? Kindly allow me recognize in order that I could subscribe. Thanks.