News

Bajaj Pulsar N150 লঞ্চ হয়েছে, কি কি থাকছে এই নতুন Pulsar এ?

Pulsar প্রেমিদের জন্য সুখবর! বাজাজ তাদের পালসার সিরিজে আরো নতুন একটি বাইক যোগ করেছে। সম্প্রতি ইন্ডিয়ার বাজারে Bajaj Pulsar N150 লঞ্চ করেছে বাজাজ কোম্পানি। নতুন এই পালসার এ কি কি পরিবর্তন নিয়ে এসছে সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

কয়েকদিন ধরে আমরা বিভিন্ন গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়, নিউজে শুনে বা দেখে আসতেছি বাজাজ খুব শীঘ্রই বাজারে কিছু নতুন বাইক নিয়ে আসবে। আর সেই তথ্য অনুযায়ী বাজাজ Pulsar N150 এর মাধ্যমে তাদের নতুন বাইক লঞ্চ করলো। পালসার ১৫০ সিসি সিরিজে আমরা বিগত কয়েক বছর ধরেই দেখে আসছি বাজাজ শুধুমাত্র তাদের বাইকের বডি গ্রাফিক্স বা ডিজাইন পরিবর্তন করেই বাজারে পূনরায় লঞ্চ করে। তবে এবার তারা কিছু পরিবর্তন নিয়ে আসছে পালসার সিরিজে। গতবছরের নভেম্বর-এ তারা এক প্রেস রিলিজ এর মাধ্যমে Pulsar P150 লঞ্চ করে। যা ছিলো পালসার ১৫০ সিসি সিরিজের ভিন্ন অগ্রসর।

Bajaj Pulsar N150 বাজাজ পালসার এর চিরাচরিত রূপ পাল্টে এবার নতুন রূপে এসেছে। এই বাইকের ডিজাইন টি কয়েক মাস আগে লঞ্চ হওয়া Pulsar N160 এর মতো। বিশেষ করে এর হেড সেকশন টি হুবহু মিল রয়েছে N160 এর সাথে। Pulsar N150 বাইকটিতে থাকছে এগ্রেসিভ ডিজাইন। ১৪৯.৬৮ সিসি ইঞ্জিন ডিসপ্লেস্মেন্ট এর সাথে ৫ স্পিড গিয়ার বক্স। বাইকটির টর্ক ১৩.৫ নিউটন মিটার, যা সর্বোচ্চ ৬০০০ আর পি এম। এবং এর সর্বোচ্চ শক্তি ১০.৬৬ কিলো ওয়াট, যা সর্বোচ্চ ৮৫০০ আর পি এম। বাইকটিতে ১৪ লিটার এর ফুয়েল ট্যাংক, সেই সাথে এটিতে ২ লিটার পর্যন্ত ফুয়েল রিজার্ভ ক্ষমতা রয়েছে। Pulsar N150 সিংগেল চ্যানেল ABS এর সাথে সিংগেল ডিস্ক ভেরিয়েন্টে বাজারে এসেছে। বাইক টি ১৩০ কিলোমিটার/ঘন্টায় সর্বোচ্চ গতি তুলতে পারবে। এবং কোম্পানি দাবি করছে এই বাইকটি ৫০ কিলমিটার/লিটার মাইলেজ দিবে, কারন এই বাইকে থাকছে ফুয়েল ইঞ্জেকশন (Fi) সিস্টেম।

২ টি কালার ভেরিয়েন্টে বাইকটি লঞ্চ হয়েছে, রং ২ টি হলো পিয়ারল মেটালিক হোয়াইট (Pearl Metallic White) এবং ইবোনি ব্লাক (Ebony Black)।

আরো পড়ুনঃ

বাংলাদেশের বাজারে Pulsar N150 বাইকটি কবে আসবে সে সম্পর্কে এখনো কোনো অফিসিয়াল তথ্য পাওয়া যায় নাই। তবে আশা করা হচ্ছে চলতি বছরের শেষের দিকে বাইকটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি না পাওয়া গেলেও আন-অফিসিয়ালি অনেক শো-রুমে পাওয়া যাবে। বাইকটি ইন্ডিয়ান বাজারে ১ লক্ষ ১৭ হাজার রূপিতে পাওয়া যাচ্ছে। তাই এর দাম বাংলাদেশে ২ লক্ষ ২০ হাজার এর ভিতরে থাকবে, এরকম ধারনা করা হচ্ছে।

বাইকটির সকল তথ্য পেতে এখানে ক্লিক করুন।

Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button