ReviewTech News and Reviewsবাংলা ব্লগ

Walton Orbit Y70 অফিসিয়ালি লঞ্চ হল বাংলাদেশে

Walton Orbit Y70 is officially launched in Bangladesh with amazing features

দুর্দান্ত সব ফিচার নিয়ে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হল Walton Orbit Y70

দেশীয় পন্য হিসেবে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে Walton. অসাধারণ ডিজাইন ও আকর্ষণীয় সব ফিচার সহ Walton Orbit Y70 অফিসিয়ালি লঞ্চ হল বাংলাদেশে। ২০ ই নভেম্বর ২০২৩ এ Orbit Y70 স্মার্টফোনটি বাজারে উন্মোচন করে ওয়ালটন। এইচডি ডিসপ্লে, ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ইউনিসক SC9863A প্রসেসর সহ ফোনটির ৬জিবি+৬৪জিবি ভেরিয়েন্ট এর সাথে বাজারে নিয়ে এসেছে ওয়ালটন। চলুন ফোনটির অন্যান্য ফিচার গুলো দেখে আসি :

Walton Orbit Y70 officially launched in Bangladesh
Walton Orbit Y70 is officially launched in Bangladesh with amazing features
Models:Walton Orbit Y70
Price in Bangladesh:6GB/64GB- 8,999 Taka

স্পেসিফিকেশন (Walton Orbit Y70 Specifications):

ডিসপ্লে:

স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে ৬.৬ ইঞ্চির একটি IPS INCELL LCD ডিসপ্লে প্যানেল। ডিসপ্লে প্যানেলটি একটি ৭২০ x ১৬১২ পিক্সেল রেজুলেশন এর একটি প্যানেল যার PPI বা “পিক্সেল পার ইঞ্চি” হল ২৬৭। ডিভাইসটির ডিসপ্লেতে রয়েছে একটি ইংরেজি অক্ষর “V” আকৃতির কাটআউট।

বডি ও ডিজাইন:

স্মার্টফোনটি ১৬৪.৪৪ মিমি লম্বা, ৭৫.৭৮ মিমি চওড়া এবং ৮.৯ মিমি পুরুত্বের মোবাইলটির ওজন মাত্র ১৮৬ গ্রাম। ফোনটা অনেকটা স্লিম ও বেশ হালকা যেটা হাতে ধরতে বেশ কম্ফোর্টেবল। মোবাইলটি মোট ৩টি রঙে শো-রুম গুলোতে পাওয়া যাবে। এই রংগুলো হল ক্যারোলিনা ব্লু (Carolina Blue), ম্যাট ব্ল্যাক (Matte Black) এবং নেবুলা ভায়োলেট (Nebula Violet)

প্রসেসর ও অপারেটিং সিস্টেম:

স্মার্টফোনটির প্রসেসিং ইউনিট বা, প্রসেসর হিসেবে রয়েছে Spreadtrum এর 28 nm ফেব্রিকেশন এর উপর নির্মিত UniSoC SC9863A প্রসেসর। প্রসেসরটিতে রয়েছে সর্বোচ্চ 1.6 GHz ক্লক স্পিড। স্মার্টফোনটির ইউজার এক্সপেরিয়েন্স দুর্দান্ত ও উন্নত করতে এটিতে ইউজার ইন্টারফেস হিসেবে রয়েছে R OS ও অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 13 এর Go Edition।

স্টোরেজ:

স্মার্টফোনটি ৬জিবি+৬৪জিবি ভেরিয়েন্ট এ লঞ্চ হয়েছে। ওয়ালটন কোম্পানি এই ফোনটিতে ৬জিবি র‍্যাম বলে প্রচার করলেও স্মার্টফোনটিতে থাকছে মুল র‍্যাম ও অতিরিক্ত র‍্যাম যেটা ফোনটির ইন্টারনাল স্টোরেজ থেকে যোগ করা যাবে। ফোনটিতে থাকছে ২৫৬জিবি পর্যন্ত বাইরে থেকে অতিরিক্ত স্টোরেজ যোগ করার সুযোগ।

ক্যামেরা:

ফোনটির পিছনের দিকে রয়েছে দুইটি ক্যামেরা ও এলইডি লাইট সহ একটি বর্গাকার ক্যামেরা মডিউল। উপর থেকে প্রথম ক্যামেরাটি ১/৪ ইঞ্চি সাইজের ৮মেগাপিক্সেল রেজুলেশন এর একটি আলট্রা ক্লিয়ার মেইন ক্যামেরা। দ্বিতীয় ক্যামেরাটি ০.৩মেগাপিক্সেল রেজুলেশন এর একটি ক্যামেরা। যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 1080p@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন।

ডিসপ্লে এর উপরের দিকে সেলফি ক্যামেরাটি। ক্যামেরাটি ৫মেগাপিক্সেল রেজুলেশন এর একটি মেইন ওয়াইড ক্যামেরা। যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 720p@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন।

Walton Orbit Y70 officially launched in Bangladesh

ব্যাটারি:

স্মার্টফোনটির পাওয়ার বা ব্যাটারি স্টোরেজ হিসেবে রয়েছে 5000 mAh এর নন-রিমুব্যাবল ব্যাটারি। এই বিশাল ব্যাটারি স্টোরেজটিকে রিচার্জ করার জন্য রয়েছে ১০ ওয়াট এর সুপার ফাস্ট চার্জার। যার মাধ্যমে শুন্য থেকে সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে প্রায় ২ ঘণ্টা ৩০ মিনিটের মতো।

সেন্সর ও সিকিউরিটি:

প্রাইভেসি ও সিকিউরিটি ফিচার হিসেবে মোবাইলটির পিছনের দিকে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং এর সাথে ফোনটিতে আরো থাকছে ফেস আনলক অপশন। ফোনটিতে অ্যাক্সিলোমিটার, এবং লাইট সেন্সর রয়েছে।

নেটওয়ার্ক ও কানেক্টভিটি:

Walton Orbit Y70 officially launched in Bangladesh

ডিভাইসটিতে রয়েছে ডুয়াল সিম এর সুবিধা। ফোনটি ২জি, ৩জি, এবং ৪জি নেটওয়ার্ক সাপোর্ট করে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে Wi-Fi 802.11, Bluetooth 5.0, GPS, FM Radio, 3.5 mm Audio Jack ও USB Type-C 2.0 এর সাপোর্ট।

দাম (Walton Orbit Y70 Price in BD):

Walton Orbit Y70 Price in Bangladesh

Walton Orbit Y70 স্মার্টফোনটি ২০২৩ সালের ২০ ই নভেম্বর বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়। Orbit Y70 প্রেমীরা ফোনটির ৬জিবি+৬৪জিবি ভেরিয়েন্টটি ৮,৯৯৯ টাকা মূল্যে ক্রয় করতে পারবেন ওয়ালটন এর শো-রুম গুলো থেকে। দাম বিবেচনায় ফোনটি বেশ কিছু আকর্ষণীয় স্পেসিফিকেশন উপহার দিচ্ছে Walton।

সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখার জন্য এখানে ক্লিক করুন

Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button