কিলার লুকে Xiaomi 14 Pro, থাকছে ৩০০০ নিটস উজ্জ্বল ডিসপ্লে
স্মার্টফোন মার্কেটে ফোনের ছড়াছড়ি! এদিকে Xiaomi নিজেই নিজেদের প্রতিদন্ধী। Xiaomi 13 সিরিজের হাইপ শেষ হতে না হতেই, তাদের নতুন Xiaomi 14 সিরিজ লঞ্চের গুজবে ছেয়ে গেছে নিউজ পোর্টাল। সম্প্রতি ফাঁস হওয়া এক তথ্যে জানা গেছে Xiaomi 14 Pro এর সম্ভব্য স্পেসিফিকেশন সম্পর্কে।
বিশেষ করে এর ডিসপ্লে তে থাকছে বিশাল পরিবর্তন। ভারতের একজন জনপ্রিয় টেক লিকার এর ফাঁস হওয়া তথ্য থেকে জানা গিয়েছে এবারের Xiaomi 14 Pro ডিভাইসটি ৩০০০ নিটস উজ্জ্বল ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে। ৬.৭ ইঞ্চির এই ডিসপ্লে টি 2K রেসুলেশন এর C8 প্রযুক্তির সাথে আসবে বলে ধারনা করা হচ্ছে। ডিসপ্লে টি হতে পারে মাইক্রো কোয়াড কার্ভ ডিসপ্লে। বেজেল এর পরিমান কমিয়ে ১ মিলিমিটার রাখা হবে এমনটা অনুমান করা হচ্ছে। ৩০০০ নিটস(nits) সর্বোচ্চ উজ্জ্বলতার সাথে ডিসপ্লেটি ১ বিলিওন কালারস এবং HDR 10+ সহ আসবে।
এছাড়াও ১২০ হার্জ রিফ্রেস রেট, ডল্বি ভিশন তো থাকছেই। আরো জানা গিয়েছে যে, এই ডিসপ্লে টি বাবহারকারীর চোখের উপরে ক্ষতিকারক আলোর চাপ কমাতে 2K+Hz PWM ডিমিং প্রযুক্তি ব্যবহার করেছে।
আরো পড়ুনঃ
মোবাইলটির প্রসেসর সেকশন এ ও আসবে বড় আপডেট। ফাঁস হওয়া তথ্য মতে ফোনটিতে স্নাপড্রাগন এর সর্ব শেষ আপডেটেড চিপসেট Snapdragon 8 Gen 3 থাকবে। জিপিউ হিসেবে ও থাকবে এড্রিনো এর লেটেস্ট GPU.
ক্যামেরা তে সনি IMX989 এর ৫০ মেগাপিক্সেল এর প্রধান সেন্সর থাকবে। ইমেজ স্টাবিলাইজেশন এর সাথে ধাপে ধাপে পরিবর্তনশীল এপারেচার যুক্ত থাকবে ফোনটির ক্যামেরা তে। এছাড়াও একটি আল্ট্রা ওয়াইড লেন্স এবং একটি টেলিফটো ম্যাক্রো লেন্স যুক্ত থাকবে।