ফাঁস হয়েছে Vivo V29 Pro এর স্পেসিফিকেশন
Vivo V29 Pro স্পেসিফিকেশন ফাঁস হয়েছে, আসতে পারে 64MP ক্যামেরা, 5G প্রসেসর এবং 5000mAh ব্যাটারি সহ
মাত্র কিছু দিন আগেই লঞ্চ হল Vivo V27 সিরিজ, বাংলাদেশেও এই সিরিজের ২টি স্মার্ট লঞ্চ হয়েছে এই মাসের ২ তারিখ। তবে এরই মধ্যে ফাঁস হয়েছে Vivo V29 Pro এর স্পেসিফিকেশন। ফাঁস হওয়া তথ্যানুযায়ী ভারত ও গ্লোবাল মার্কেটে খুব শীঘ্রই লঞ্চ হবে Vivo V29 সিরিজ। সেই সাথে Vivo V29 Pro তে থাকতে পারে 64MP প্রাইমারি এবং 50MP ফ্রন্ট ক্যামেরা, 5G প্রসেসর এবং 5000mAh ব্যাটারি।
ভারতের শীর্ষস্থানীয় টিপস্টার পারস গুগলানির মাধ্যমে স্পেসিফিকেশন গুলো ফাঁস হয়েছে। প্রাপ্ত তথ্য অনুসারে, এই ফোনটি V2251 মডেল নম্বরের সাথে আসবে। স্মার্টফোনটি থাকবে মিডিয়াটেক ডাইমেনশন 8000 সিরিজের 5G প্রসেসর এবং 5000mAh ব্যাটারির সাথে 66W এর দ্রুত চার্জ করার ক্ষমতা।
স্পেসিফিকেশন (Specifications):
V29 Pro স্মার্টফোনে একটি 6.7-ইঞ্চি AMOLED এর কার্ভড ডিসপ্লে। ফোনটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসতে পারে। ফোনটির পিছনের দিকে থাকছে কালার চেঞ্জিং প্যানেল। ডিভাইসটিতে রয়েছে 64-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ফিচার সমর্থন করে। স্মার্টফোনটিতে সেলফির জন্য থাকতে পারে একটি 50MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
প্রসেসর বলতে গেলে, ভিভোর এই স্মার্টফোনটিতে থাকছে Mediatek Dimensity 8000 সিরিজের 5G প্রসেসর। ফোনটিতে থাকবে 12GB RAM এবং 256GB স্টোরেজ সিস্টেম। Vivo এর এর ফোনটিতে অপারেটিং সিস্টেম (OS) হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩। ডিভাইসটিতে একটি নন-রিমুভেবল Li-Polymer 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে পাওয়ার স্টোরেজ হিসেবে। স্মার্টফোনটিতে থাকতে পারে একটি 66W দ্রুত চার্জিং সিস্টেম।
মূল্য:
ভিভো V29 Pro স্মার্টফোনটি সহ V29 সিরিজের লঞ্চের বিষয়ে মূল্য সম্পর্কে কোন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে ব্রান্ডটির পূর্ব ইতিহাস বলছে স্মার্টফোনটি সহ V29 সিরিজ ভারতের বাজারে উৎসবের মৌসুমের আগেই অর্থাৎ আগস্ট বা সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে।
Vivo V29 Pro সম্পর্কে আরও জানুন . . .