NewsTech News and Reviews

Oppo A1x 5G স্মার্টফোন Dimensity 700 5G প্রসেসর সহ লঞ্চ হয়েছে

Oppo A1x 5G স্মার্টফোন Dimensity 700 5G প্রসেসর ও 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হয়েছে।

চায়নাতে লঞ্চ হল Oppo A1x 5G স্মার্টফোন। স্মার্টফোনটি ফিচারস এর ভিত্তিতে বলা যায় এটি অপ্প এর পূর্বে লঞ্চ করা Oppo A58x এর আর একটি সংস্করণ। ফোনটিতে থাকছে না কোনো পরিবর্তন, Oppo A58x স্মার্টফোনটিকেই নতুন নামে চায়নার বাজারে নিয়ে আসছে Oppo. চলুন স্মার্টফোনটিতে কি কি থাকছে দেখি…

স্পেসিফিকেশন (Specifications):

মোবাইলটির দৈর্ঘ্য(লম্বা) ১৬৩.৮ মি.মি., প্রস্থ(চওড়া) ৭৫ মি.মি. এবং পুরুত্ব(পাতলা) ৮ মি.মি. এবং এর ওজন ১৮৮ গ্রাম। স্মার্টফোনটি নীল এবং কালো মোট ২টা রঙের সাথে বাজারে এসেছে। Oppo A1x 5G ফোনটির সামনের দিকে রয়েছে গ্লাস এর তৈরি এবং এর বডি-ফ্রেম রয়েছে প্লাস্টিক এর তৈরি।

A1x 5G এ রয়েছে ৬.৫৬ ইঞ্চি, 720 x 1612 পিক্সেল রেজোলিউশন এর IPS LCD ডিসপ্লে। স্মার্টফোনটির পিছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। প্রধান ক্যামেরাটিতে রয়েছে  f/1.8 মাত্রার অ্যাপারচার, 10x ডিজিটাল জুম, সর্বোচ্চ 4128 x 3096 পিক্সেলের ছবি ও 1080 x 1920 পিক্সেলের ভিডিও ধারন করার ক্ষমতা। ফোনটির সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। এতে রয়েছে f/2.0 মাত্রার অ্যাপারচার, সর্বোচ্চ 3264 x 2448 পিক্সেলের ছবি ও 1080 x 1920 পিক্সেলের ভিডিও ধারন করার ক্ষমতা।

স্মার্টফোনটি 6GB এবং 8GB র‍্যামের সাথে আসে এবং এটি 128GB স্টোরেজ এর সাথে আসে। মাইক্রোএসডি কার্ড যোগ করার অপশন রয়েছে ফোনটিতে। স্মার্টফোনটি MediaTek MT6833 Dimensity 700 5G প্রসেসর দ্বারা চালিত। চিপসেটটি 7 nm ফেব্রিকেশন এর উপর নির্মিত। এতে রয়েছে সর্বমোট আটটি Cortex-A76 ও Cortex-A55 কোর, যার 2টি 2.2 GHz পারফরম্যান্স কোর ও অন্য 6টি 2.0 GHz দক্ষতা কোর। প্রসেসরটিতে Mali-G57 MC2 GPU রয়েছে। অপারেটিং সিস্টেম (OS) হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ এবং ফোনটিতে কাস্টম ইউআই হিসেবে রয়েছে ColorOS 12.

OPPO A1x 5G launched in china

ডিভাইসটিতে একটি নন-রিমুভেবল Li-Polymer 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে পাওয়ার স্টোরেজ হিসেবে। স্মার্টফোনটিতে থাকতে পারে একটি 33W দ্রুত চার্জিং সিস্টেম। যার মাধ্যমে মোবাইল ফোনটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় 1:15 ঘণ্টা সময় নেবে।

Oppo A1x 5G স্মার্টফোনটি 2G, 3G, 4G এবং 5G নেটওয়ার্ক সুবিধা সমর্থন করে। ডিভাইসটির সিকিউরিটিতে থাকছে ফেস রিকগনাইজেশন সিস্টেম এবং এর পাশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অন্যান্য ওয়্যারলেস কানেক্টিভিটি বিকল্পগুলির মধ্যে রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n/ac এবং Bluetooth 5.3 কানেকশন। স্মার্টফোনটিতে রয়েছে IP54 রেটিং এর বৈদ্যুতিক শক রোধ এর প্রযুক্তি।

মূল্য:

Oppo A1x 5G স্মার্টফোনটিকে চায়নার বাজারে নিয়ে এসেছে। স্মার্টফোনটির এর 6GB+128GB মডেলটির মূল্য ১,৩৯৯ চীনা ইউয়ান (২২,০০০ টাকা) এবং 8GB+128GB মডেলটির মূল্য ১,৫৯৯ চীনা ইউয়ান (২৫,০০০ টাকা) নির্ধারণ করেছে Oppo।

Oppo A1x 5G সম্পর্কে আরও জানুন . . .

Thank you so much for being with the BDPrice.com.bd family.
Our Facebook page BD Price.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button