Realme C55 এর ডিজাইন ও স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে
Realme C55 এর ডিজাইন ও স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে
Realme একটি নতুন বাজেট-মিড-রেঞ্জ এর স্মার্টফোন বাজারে আনতে চলেছে, যার নাম Realme C55। স্মার্টফোনটিকে মার্চ মাসে ইন্ডিয়ার বাজারে প্রথম প্রকাশ করবে রিয়েলমি। ব্র্যান্ডটি ইতিমধ্যেই স্মার্টফোনটির বৈশিষ্ট্য প্রকাশ করা শুরু করেছে। লঞ্চের আগে, Realme C55-এর সম্পূর্ণ স্পেক শীটের পাশাপাশি প্রোমো ভিডিও ও ডিভাইসের লাইভ ইমেজও উঠে এসেছে। স্মার্টফোনটির মডেল নাম্বার হল RMX3710.
স্পেসিফিকেশন (Specifications):
বিভিন্ন প্রকাশিত ছবি থেকে দেখা যায় স্মার্টফোনটির ডিজাইন Realme 10 4G এর অনুরূপ। মোবাইলটির পুরুত্ব হবে ৭.৮৯ মি.মি.। স্মার্টফোনটিতে দুটি পৃথক ক্যামেরা মডিউল সহ একটি ফ্ল্যাট ব্যাক প্যানেল রয়েছে। ডিভাইসটিতে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর নিচের পাশে রয়েছে 3.5 অডিও পোর্ট, USB-type C পোর্ট, mic এবং speaker. স্মার্টফোনটির সামনে থাকছে ৬.৭২ ইঞ্চি এর 90Hz রিফ্রেশ রেট সমৃদ্ধ একটি ফুল এইচডি পাঞ্চ-হোল ডিসপ্লে। মোবাইল ফোনটি দুইটি রঙের (গোল্ডেন অ্যারোরা ও কালো) সাথে বাজারে আসছে।
এছাড়া স্মার্টফোনটিতে থাকছে ৬৪ মেগাপিক্সেল এর প্রধান ক্যামেরা। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এর বিশাল ব্যাটারি ও ৩৩ ওয়াট এর চার্জার। স্মার্টফোনটি Mediatek Helio G88 প্রসেসর দ্বারা চালিত। এটি এমন একটি চিপসেট যা 12 nm ফেব্রিকেশন এর উপর নির্মিত। এতে রয়েছে সর্বমোট আটটি Cortex-A75 ও Cortex-A55 কোর, যার 2টি 2.0 GHz পারফরম্যান্স কোর ও অন্য 6টি 1.8 GHz দক্ষতা কোর। প্রসেসরটিতে Mali-G52 MC2 GPU রয়েছে। অপারেটিং সিস্টেম (OS) হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ এবং ফোনটিতে কাস্টম ইউআই হিসেবে রয়েছে Realme UI 4.0।
Realme C55 সম্পর্কে আরও জানুন . . .