Realme 10 Pro Coca-Cola Edition 5G লঞ্চ হয়েছে
Realme 10 Pro Coca-Cola Edition 5G লঞ্চ হয়েছে এক নতুন রূপে
রিয়েলমি ২০২২ এর শেষের দিকে নভেম্বর মাসে প্রথম Realme 10 সিরিজ বাজারে নিয়ে আসে। তারা তাদের Realme 10 সিরিজে নভেম্বর মাসে Realme 10, Realme 10 5G, Realme 10 Pro, Realme 10 Pro+ এবং ডিসেম্বর মাসে Realme 10s নিয়ে এসেছিলো। স্মার্টফোন গুলো বাজারে বেশ সমালোচিত হয়েছিল। তবে রিয়েলমি আজ বহুল প্রশংসিত একটি কার্বনেটেড কোমল পানীয় কোম্পানি Coca-Cola এবং চাইনিজ ইলেকট্রনিক্স প্রস্তুতকারক কোম্পানি Realme চুক্তিবদ্ধ হয়ে Realme 10 Pro Coca-Cola Edition 5G লঞ্চ করেছে। Realme 10 Pro Coca-Cola Edition 5G স্মার্টফোনটি মূলত Realme 10 Pro 5G এর নতুন রুপ। স্মার্টফোনটির বাহ্যিক রুপ ও ইউজার ইন্টারফেইস Coca-Cola এর চিরাচরিত রুপ কালো এবং লাল রঙের কম্বিনেশন এর সাথে এসেছে।
স্পেসিফিকেশন (Specifications):
মোবাইলটির দৈর্ঘ্য(লম্বা) ১৬৩.৭ মি.মি., প্রস্থ(চওড়া) ৭৪.২ মি.মি. এবং পুরুত্ব(পাতলা) ৮.১ মি.মি. এবং এর ওজন ১৯০ গ্রাম। স্মার্টফোনটি Coca-Cola এর চিরাচরিত রুপ কালো এবং লাল রঙের কম্বিনেশন এর সাথে বাজারে এসেছে। Realme 10 Pro Coca-Cola Edition 5G ফোনটির সামনের দিকে রয়েছে গ্লাস এর তৈরি এবং এর বডি-ফ্রেম রয়েছে প্লাস্টিক এর তৈরি।
Realme 10 Pro Coca-Cola Edition এ রয়েছে ৬.৭২ ইঞ্চি, 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন এর IPS LCD ডিসপ্লে। স্মার্টফোনটির পিছনে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, এবং ২ মেগাপিক্সেলের ডেপত ক্যামেরা। প্রধান ক্যামেরাটিতে রয়েছে f/1.8 মাত্রার অ্যাপারচার, 10x ডিজিটাল জুম, সর্বোচ্চ 12000 x 9000 পিক্সেলের ছবি ও 1080 x 1920 পিক্সেলের ভিডিও ধারন করার ক্ষমতা। ফোনটির সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। এতে রয়েছে f/2.5 মাত্রার অ্যাপারচার, সর্বোচ্চ 4616 x 3464 পিক্সেলের ছবি ও 1080 x 1920 পিক্সেলের ভিডিও ধারন করার ক্ষমতা।
স্মার্টফোনটি 8GB র্যামের সাথে আসে এবং এটি 128GB স্টোরেজ এর সাথে আসে। ফোনটিতে মাইক্রোএসডি কার্ড যোগ করার অপশন রয়েছে। স্মার্টফোনটি Qualcomm SM6375 Snapdragon 695 5G প্রসেসর দ্বারা চালিত। এটি এমন একটি চিপসেট যা 6 nm ফেব্রিকেশন এর উপর নির্মিত। এতে রয়েছে সর্বমোট আটটি Kryo 660 Gold ও Kryo 660 Silver কোর, যার 2টি 2.2 GHz পারফরম্যান্স কোর ও অন্য 6টি 1.8 GHz দক্ষতা কোর। প্রসেসরটিতে Adreno 619 GPU রয়েছে। অপারেটিং সিস্টেম (OS) হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ এবং ফোনটিতে কাস্টম ইউআই হিসেবে রয়েছে Realme UI 4.0।
ডিভাইসটিতে একটি নন-রিমুভেবল Li-Polymer 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে পাওয়ার স্টোরেজ হিসেবে। স্মার্টফোনটিতে থাকতে পারে একটি 33W দ্রুত চার্জিং সিস্টেম। যার মাধ্যমে মোবাইল ফোনটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় ১ ঘণ্টা সময় নেবে।
স্মার্টফোনটি 2G, 3G, 4G এবং 5G নেটওয়ার্ক সুবিধা সমর্থন করে। ডিভাইসটির সিকিউরিটিতে থাকছে ফেস রিকগনাইজেশন সিস্টেম এবং এর পাশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অন্যান্য ওয়্যারলেস কানেক্টিভিটি বিকল্পগুলির মধ্যে রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n/ac এবং Bluetooth 5.2 কানেকশন। ফোনটির 3.5 মিমি জ্যাকে তারযুক্ত হেডফোন কানেক্ট করতে পারবেন।
মূল্য:
রিয়েলমি 10 Pro Coca-Cola Edition 5G স্মার্টফোনটিকে ইন্ডিয়ার বাজারে নিয়ে এসেছে। স্মার্টফোনটির এর 8GB+128GB মডেলটির মূল্য ₹20,999 Rupee (২৭,০০০ টাকা) নির্ধারণ করেছে Realme। কোম্পানিটি স্মার্টফোনটির বিক্রি ১৪ তারিখে থেকে শুরু করতে চলেছে।
Realme 10 Pro Coca-Cola Edition 5G সম্পর্কে আরও জানুন . . .